বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কিন্ডারগার্টেনের দরজায় পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ

  •    
  • ৩ নভেম্বর, ২০২২ ১৩:৪০

মুন্সীগঞ্জ সদর থানার এসআই ফাইজুর জানান, প্রধান শিক্ষিকার মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করি। মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মুন্সীগঞ্জে শহরের মাঠপাড়া এলাকায় এক কিন্ডারগার্টনের শ্রেণিকক্ষের দরজায় ঝুলন্ত অবস্থায় নারী পরিচ্ছন্নতাকর্মীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

ব্রিলিয়ান্ট ক্যাডেট কেজি স্কুল ও কিন্ডারগার্টেনের শ্রেণিকক্ষ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়েছে।

৬০ বছর বয়সী ওই নারীর নাম আয়শা বেগম। তিনি মুন্সীগঞ্জ শহরের যোগিনীঘাট এলাকার বাসিন্দা ছিলেন। দীর্ঘদিন ধরে ওই স্কুলের পরিচ্ছন্নতাকর্মীর কাজ করতেন তিনি।

মুন্সীগঞ্জ সদর থানার এসআই ফাইজুর নিউজবাংলাকে এসব তথ্য জানান।

পরিবারের বরাতে তিনি জানান, নিহত আয়শা বেগম বিভিন্ন এনজিও থেকে কয়েক লাখ টাকা ঋণ নেন। এই ঋণের কিস্তির টাকা পরিশোধ করার জন্য একজনের কাছ থেকে টাকা সুদে নিয়ে আরেকজনকে দেয়। কিস্তির টাকা নিয়েই এর আগে বিষ খেয়েছেন তিনি।

গতকাল ৩-৪ জন এনজিওর লোক কিস্তির টাকা নেয়ার জন্য বাসায় এসে তার সঙ্গে কথা বলে যান। পরে আজ সকালে তার কর্মস্থলে দরজার সঙ্গে তার মরদেহ পাওয়া যায়।

এসআই ফাইজুর জানান, প্রধান শিক্ষিকার মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করি।

তিনি আরও বলেন, ‘মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

এ বিভাগের আরো খবর