নির্বাচনের এক বছর আগেই সমাবেশ করে শক্তি প্রদর্শনের রাজনীতিতে নেমেছে রাজনৈতিক দলগুলো। দেশের প্রধান দুটি দল এখনই বড় সমাবেশ করার প্রতিযোগিতায় নেমেছে।
বিষয়টিকে দেশের রাজনীতিতে ইতিবাচক মোড় হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তারা এই বলে সতর্ক করছেন যে, এভাবে শক্তি প্রদর্শন যাতে কোনোভাবে সংঘর্ষে রূপ না নেয়।
বিশ্লেষকরা মনে করছেন, এই সমাগমের মধ্য দিয়ে দেশের রাজনীতি নির্বাচনমুখী হচ্ছে, তবে সংঘর্ষের দিকে না গিয়ে দুই দলকেই সহনশীল হতে হবে।
রাজনীতিতে সমাবেশমুখিতার সূত্রপাত গত ৮ অক্টোবর বিএনপির কর্মসূচিকে ঘিরে। ওই দিন নির্বাচনকালীন নির্দলীয় সরকারসহ আরও দাবিতে প্রতি শনিবার বিভাগীয় শহরে সমাবেশের ঘোষণা দেয় বিএনপি।
প্রথম শনিবার চট্টগ্রামে সমাবেশ করে দলটি। এরপর দ্বিতীয় শনিবার ময়মনসিংহ, তৃতীয় শনিবার খুলনা, তার পরের শনিবার রংপুরে সমাবেশ করেছে দলটি। ৫ নভেম্বর বরিশালে সমাবেশ। আগামী ১০ ডিসেম্বর রাজধানীতেও বড় ধরনের সমাবেশের ঘোষণা আছে।
বিভাগীয় এ কর্মসূচিগুলো ছাড়াও বিএনপি, তার সহযোগী সংগঠনগুলো ঢাকায় যেসব সমাবেশ করছে, সেগুলোতে নেতা-কর্মীদের ব্যাপক সমাগম দেখা যাচ্ছে, যা দলটির গত কয়েক বছরের সমাবেশে দেখা যায়নি।
বিএনপির পক্ষ থেকে অভিযোগ রয়েছে, সরকার সাজানো পরিববহন ধর্মঘট ও পুলিশের ধরপাকড়ের মাধ্যমে বিএনপির সমাবেশগুলোতে লোকসমাগম কমানোর চেষ্টা করছে।
এদিকে বিএনপির জনসমাবেশের পাল্টা হিসেবে আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মসূচিগুলোতেও ব্যাপক লোকসমাগম হচ্ছে। আগে থেকে চলমান জেলা সম্মেলনগুলোতে শোডাউন দিচ্ছে ক্ষমতাসীনরা। আগামী জেলা সম্মেলনগুলোতে আরও বেশি লোকসমাগম করার ইঙ্গিতও মিলেছে দলের নেতাদের বক্তব্যে।
ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলনে ব্যাপক লোকসমাগম ঘটিয়ে কাউন্সিল অধিবেশনকে জনসভায় রূপ দেয়া হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অবশ্য রোববার বলেন, ‘আওয়ামী লীগ যে সাংগঠনিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে, তা বিএনপির কর্মসূচির পাল্টাপাল্টি নয়।’
ওই দিনই দলের এক সভায় সিদ্ধান্ত নেয়া হয়, এখন থেকে প্রধানমন্ত্রী ও দলের সভাপতি প্রতি মাসে ঢাকার বাইরে দুটি করে কর্মসূচিতে যোগ দেবেন।
এ প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম নিউজবাংলাকে বলেন, ‘পাল্টাপাল্টি কোনো কর্মসূচি দেখানোর ব্যাপার না। আমরা যে কর্মসূচি করছি, তা তো নির্ধারিত এক মাস আগেই। আমাদের জেলা সম্মেলনগুলো এক থেকে দেড় মাস আগেই নির্ধারিত হয়েছে। আমাদের আরও ৩৮টি জেলা সম্মেলনের তারিখ দেয়া আছে। এসব সম্মেলনে ঢাকা জেলার সম্মেলনের চেয়েও বেশি লোকের জমায়েত হবে।’
আওয়ামী লীগের কর্মসূচিতে লোকসমাগমকে বিরোধের রাজনীতি কিংবা পাল্টাপাল্টি অবস্থান বলতে মোটেও রাজি নন দলের কার্যনির্বাহী কমিটির অন্যতম এ সদস্য।
বাহাউদ্দিন নাছিম বলেন, ‘কোনো বিরোধের রাজনীতি না। বিএনপিই তো বিরোধের কথা বলে, আমরা তো বলি না।
‘বিএনপির মিটিংয়ে কর্মীদের সঙ্গে সারা দেশের সন্ত্রাসীদেরও নিয়ে আসা হয়। আর আমাদের মিটিংয়ে নেতা-কর্মীরা আসেন।’
বিএনপির টানা কর্মসূচিতে সংঘর্ষের আশঙ্কা দেখছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা কাউকে বাধা দেব না। আমরা তো সংঘর্ষের রাজনীতি করি না। আমরা আমাদের কর্মসূচি পালন করছি। পাল্টা কিছু করছি না, আমাদেরটা আমরা করছি।’
গত আগস্ট থেকে রাজনৈতিক কর্মসূচিতে লোকসমাগম করার ওপর বেশ গুরুত্ব দিয়ে আসছে সংসদের বাইরে মাঠের রাজনীতিতে প্রধান বিরোধী দল বিএনপি।
আগস্ট থেকে দলটি শুধু তাদের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই সমাবেশ করে। আর ১৭ আগস্ট পাল্টা সমাবেশ করে নিজেদের শক্তি দেখিয়ে দেয় আওয়ামী লীগ।
গত সেপ্টেম্বরে প্রায় পুরো মাসজুড়ে নয়াপল্টনে নেতা-কর্মীদের নিয়ে সমাবেশ করেছে বিএনপি। প্রায় প্রতিদিন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে নিজেদের শক্তির জানান দেয়ার ইঙ্গিত দেয় দলটির নেতারা। যদিও কয়েক বছর ধরেই শীর্ষ নেতাদের ছাড়া রাজনীতির মাঠে সরব থাকার চেষ্টা করছে দলটি।
গত ১ সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজনীতিতে একটি বড় ধরনের শোভাযাত্রা করে নিজেদের শক্তি জানান দেয় বিএনপি। সে দিন প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা শুরুর আগে এক সমাবেশে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এ মিছিলের মধ্য দিয়ে বিএনপি দেশবাসীকে জানিয়ে দেবে বিএনপি এখন দেশের সবচেয়ে বড় দল।’
এরপর বিভিন্ন সমাবেশে নেতা-কর্মীদের জমায়েত করে মূলত নিজেদের শক্তির জানান দিয়ে আসছে দলটি। বিএনপি নেতাদের পক্ষ থেকে ‘খেলা হবে’ বলে যে ঘোষণা এসেছে, সেটি ছিল এই সমাগমের স্পষ্ট ইঙ্গিত।
এরপর গত ৮ অক্টোবর বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান ১০ ডিসেম্বরকে সামনে এনে একটি ডেডলাইন দেন। সেদিন ব্যাপক লোকসমাগমের তাগিদ দেন নেতা-কর্মীদের। ওই দিনের পর আর সরকারের কথায় দেশ চলবে না বলেও বেশ জোরের সঙ্গে দাবি করেন আমান, যদিও তার এই বক্তব্যকে ধারণ করেনি দলের হাই কমান্ড। কারণ এটিকে ‘রাজনৈতিক কথার কথা’ বলে অনেকটা উড়িয়ে দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ডিসেম্বরের পর দলটির কর্মসূচি কেমন হবে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন নিউজবাংলাকে বলেন, ‘এ বিষয়ে আমরা এখনও সিদ্ধান্ত নিইনি। সিদ্ধান্ত নিলে পরবর্তী সময়ে জানানো হবে। আমাদের দলের মুখপাত্ররা গণমাধ্যমে জানাবেন।’
বিএনপির টানা কর্মসূচির কারণে দেশে সংঘর্ষের আশঙ্কা করছেন কি না জানতে চাইলে দলটির জ্যেষ্ঠ এ নেতা বলেন, ‘আমি জানি না। তোমরা সাংবাদিক, তোমরাই এ বিষয়ে গবেষণা করো, বের করো কী হবে?’
বিএনপির দেখাদেখি আওয়ামী লীগও নিজেদের সমাবেশে লোকসমাগম করেছে বলে কটাক্ষ করতে ছাড়েননি বিএনপি নেতারা।
গত ২৩ অক্টোবর নারায়ণগঞ্জ শহরের ইসদাইর ওসমানী পৌর স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের সম্মেলনে ব্যাপক লোকসমাগমের মধ্য দিয়ে নিজেদের শক্তি দেখানো শুরু করে দলটি। সেই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ‘আগামী ডিসেম্বরে আসল খেলা হবে’ বলে সাফ জানিয়ে দেন। বিএনপির সমাবেশের ছবি বড় করে দেখানো হচ্ছে বলেও অভিযোগ তোলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
সর্বশেষ গত শনিবার ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলনে ব্যাপক লোকসমাগম করে ক্ষমতাসীন দল। রাজধানীর শেরেবাংলানগরে বাণিজ্য মেলার পুরোনো মাঠটি কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সম্মেলনস্থল শেরেবাংলানগর হলেও জাতীয় সংসদের সামনে মানিক মিয়া অ্যাভিনিউ, আসাদ গেট, ফার্মগেট, মিরপুর, শ্যামলী– পুরো এলাকায়ই মানুষের ভিড় জমে। সম্মেলন শুরু হওয়ার পরও ছোট ছোট ভ্যান, বাস ও ট্রাকে করে নেতা-কর্মীরা সম্মেলনস্থলে আসেন।
একই দিন বিএনপিও রংপুর বিভাগীয় সমাবেশ করে। একই দিনে ভিন্ন জায়গায় দুই প্রধান দলের সমাবেশ কার্যত নিজ নিজ শক্তিমত্তা প্রদর্শনের উপলক্ষ হয়ে ওঠে। দুই দলের নেতাদের সেদিনের বক্তব্যেও প্রতিযোগিতার বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে।
ওই দিন সমাবেশে ওবায়দুল কাদের বলেন, ‘আপনারা জানেন রংপুরে একটি সমাবেশ হচ্ছে। সেখানে তিন দিন আগে থেকে লোকজন নিয়ে গিয়ে স্টেজে শুয়ে আছেন, মাঠে শুয়ে আছেন, রাস্তায় শুয়ে আছেন। আর টাকার বস্তার ওপর শুয়ে আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মেলনের নামে টাকা আসছে, আর তারা টাকার ওপর শুয়ে আছেন।’
যা বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা
সমাবেশমুখী রাজনীতির বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাব্বির আহমেদ নিউজবাংলাকে বলেন, ‘দেশের রাজনৈতিক দলগুলোর এই যে লোকসমাগম, তা রাজনীতিকে চাঙা করছে, তবে আমাদের রাজনীতিতে মানুষের অধিকারের বিষয়গুলো মিসিং।’
জনসমাগমের মধ্য দিয়ে দেশের রাজনীতি নির্বাচনমুখী হচ্ছে বলে মনে করেন এই গবেষক। তিনি বলেন, ‘এটি ইতিবাচক হলেও এটি নতুন মাত্রা বলে আমার কাছে মনে হয় না। নির্বাচনের দূরবর্তী হলেও সেটির সঙ্গে এই লোকসমাগমের একটি যোগ আছে।’
বিএনপি দীর্ঘদিন পর মাঠে নামার সুযোগ পেয়ে নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছে বলেও মনে করেন সাব্বির আহমেদ। তিনি বলেন, ‘যেভাবেই হোক স্পেস পেয়ে বিএনপি তো জনসমাগমের চেষ্টা করবেই, এটাই স্বাভাবিক। আওয়ামী লীগও ক্ষমতাসীন দল হওয়ায় পাল্টা লোক সমাগম করবেই।’
দুই দলের এই লোক সমাগমে ভয়ের কারণও দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ অধ্যাপক। তিনি নিউজবাংলাকে বলেন, ‘বিএনপি ও আওয়ামী লীগের সম্পর্ক এতই শত্রুভাবাপন্ন যে, এই লোক সমাগমের ফলে সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগের মতো বড় দলে অনেক ক্ষেত্রে কেন্দ্রের কোনো কন্ট্রোল তৃণমূলের ওপরে থাকে না। কারণ আওয়ামী লীগের মধ্যে বহু দিকের লোক ঢুকে গেছে, যারা মনে করেন, বিএনপির সমাবেশে বাধা দিলে দলের কেন্দ্রের দৃষ্টি তার ওপর গিয়ে পড়বে। তখন সংঘর্ষ হতে পারে, তবে মূল সহিংসতা তৃণমূল থেকে আসতে পারে, যার সম্ভাবনা ধীরে ধীরে বাড়বে।’
এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. শামসুল আলম নিউজবাংলাকে বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মধ্যে জনসমাগমকে ঘিরে যে শক্তি প্রদর্শনের প্রতিযোগিতা চলছে, তাতে রাজনৈতিক দলগুলোকে আরও সহনশীল হতে হবে। তাদের কথাবার্তা যদি সংযত হয়, তাহলে আরও ভালো হয়।’
জনসমাগম নিয়ে তিনি আরও বলেন, ‘রাজনীতিতে তো গণতান্ত্রিক দলগুলো এভাবেই সভা-সমাবেশ করে থাকে। দুই দল যতই সহনশীল হবে, ততই গণতান্ত্রিক স্থিরতা বিরাজ করবে।’
তার ভাষ্য, ‘বিএনপিকে তো এতদিন অনেক কিছুই করতে দেয়া হয়নি। এখন সুযোগ পেয়ে তারা তো সমাবেশ করবেই। সে ক্ষেত্রে সরকারি দলকে সহনশীলতা দেখাতে হবে।’