বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সাংবাদিক নির্যাতন ও হত্যার ৮৬ ভাগেরই বিচার হয় না

  •    
  • ২ নভেম্বর, ২০২২ ২১:২৩

সাংবাদিক হত্যাকাণ্ড-নির্যাতনের দায়মুক্তি দিবসে ইউনেস্কো প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ‘২০২০-২০২১ সময়কালে বিশ্বব্যাপী সংঘটিত ঘটনাবলীর আলোকে এই প্রতিবেদন তৈরি করেছে। এই সময়ে দায়িত্ব পালন করতে গিয়ে হত্যার শিকার হয়েছেন ১১৭ জন সাংবাদিক। ৯১ জন কাজের বাইরে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।’

বিশ্বব্যাপী সাংবাদিক নির্যাতন ও হত্যাকাণ্ডের ঘটনায় বেশিরভাগ ক্ষেত্রেই বিচার হয় না। ব্যতিক্রম নয় বাংলাদেশও। এর বড় উদাহরণ ‘সাগর-রুনি’ হত্যাকাণ্ডের ১১ বছরেও মামলার তদন্ত প্রতিবেদন জমা না পড়া। সাংবাদিক নির্যাতন-নিপীড়নের অন্য নানা ঘটনায়ও প্রশাসনের অবস্থান থাকে বিপরীত মেরুতে।

সাংবাদিক হত্যাকাণ্ড-নির্যাতনের দায়মুক্তি দিবস ছিল বুধবার, ২ নভেম্বর। এ উপলক্ষে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো একটি প্রতিবেদন প্রকাশ করেছে। জাতিসংঘের সংস্কৃতি বিষয়ক এ সংস্থাটি সংবাদমাধ্যম নিয়েও কাজ করে।

ইউনেস্কো বলেছে, বিশ্বব্যাপী সাংবাদিক হত্যাকাণ্ডের ৮৬ শতাংশেরই কোনো বিচার হয় না। এটা অগ্রহণযোগ্য।

সাংবাদিকদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ যথাযথ তদন্ত এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত ও বিচারের মুখোমুখি করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

ইউনেস্কোর মহাপরিচালক আদ্রি আজুলে এক বিবৃতিতে বলেন, ‘ততদিন বাক-স্বাধীনতা সুরক্ষিত হবে না যতদিন পর্যন্ত সাংবাদিক নির্যাতন ও হত্যার এত বেশিসংখ্যক মামলা অমীমাংসিত থাকবে। বিচার না হওয়ায় অনুসন্ধানীমূলক সাংবাদিকতায়ও এর প্রভাব পড়েছে।’

তবে গত দশকের তুলনায় বিচার না হওয়ার বিষয়টি ৯ ভাগ কমেছে জানিয়ে এটিকে স্বাগত জানিয়েছে ইউনেস্কো। একইসঙ্গে সংস্থাটি বলছে, এটি সহিংসতা বন্ধে পর্যাপ্ত নয়।

ইউনেস্কো ২০২০ থেকে ২০২১ সালের মধ্যে বিশ্বব্যাপী সংঘটিত ঘটনাবলীর আলোকে এই প্রতিবেদন তৈরি করেছে। এই সময়ে দায়িত্ব পালন করতে গিয়ে হত্যার শিকার হয়েছেন ১১৭ জন সাংবাদিক। ৯১ জন কাজের বাইরে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

ইউনেস্কো বলেছে, তারা জাতীয় সংবাদমাধ্যম আইন এবং নীতি তৈরি ও কার্যকরে সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে কাজ করছে।

বাংলাদেশ প্রেক্ষাপটঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম মিঠু এ বিষয়ে নিউজবাংলাকে বলেন, ‘সাংবাদিক হত্যা, নির্যাতন ও নিগ্রহের প্রেক্ষাপটে দায়মুক্তির কথা বলতে গেলে প্রথমেই আমাদের দুই সহকর্মীর ক্ষেত্রে ঘটে যাওয়া দুঃখজনক ঘটনার উল্লেখ করতে হয়।

‘বাংলাদেশের প্রেক্ষাপটে এর বড় উদাহরণ সাগর ও রুনী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা নিয়ে দীর্ঘসূত্রতা। তদন্ত প্রতিবেদন আদালতে পেশ করার সময় ৯০ বারের বেশি পিছিয়েছে। এভাবে বিচারহীনতায় ১১ বছর হয়ে গেছে। অথচ তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত শেষ করার কথা বলেছিলেন।’

তিনি বলেন, ‘এই একটি ঘটনাই প্রমাণ করে আমরা আসলে কতটা নিগ্রহের শিকার। সাংবাদিকদের ওপর হামলা-নির্যাতন, হয়রানির বিষয়গুলো আইনি প্রক্রিয়া অনুসরণ করে এগোয় না। আইন তার নিজের পথে চলে না।’

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব দীপ আজাদ বলেন, ‘সাংবাদিক নির্যাতন, নিগ্রহ ও হত্যার ঘটনায় সব সময় সরকারি দলের অবস্থান থাকে বিপরীত মেরুতে। এসব ক্ষেত্রে সব সময় সরকারি দল নীরব আর বিরোধী দল সরব থাকে।

‘অন্যান্য হত্যাকাণ্ড, নির্যাতন বা ঘটনায় প্রশাসন যে ভূমিকা রাখে বাংলাদেশে সাংবাদিকদের ক্ষেত্রে প্রশাসন সেই অবস্থানে থাকে না। বরং ঠিক উল্টো রোল প্লে করে। আমরা দেখছি বাংলাদেশে সাম্প্রতিক সময়ে সাংবাদিক নির্যাতনের সংখ্যা বাড়ছে। বিশেষ করে আইনকে ঢাল হিসেবে ব্যবহার করে সাংবাদিক নির্যাতন বেশি হচ্ছে বাংলাদেশে।’

বিএফইউজে মহাসচিব বলেন, ‘আমরা দেখেছি জোট সরকারের আমলে দেশের দক্ষিণাঞ্চলে বিশেষ করে খুলনা ও যশোরে অনেক সাংবাদিক হত্যার শিকার হয়েছেন। কোনো বিচার হয়নি। এখনও যেসব সাংবাদিক হত্যা বা নিগ্রহের শিকার হচ্ছেন, বিচার হচ্ছে না।

‘সম্প্রতি এ বিষয়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা চিঠি দিয়েছি। তাতে সাংবাদিক নির্যাতন, নিগ্রহ ও হত্যার বিষয়গুলো গুরুত্বসহকারে দেখার আহ্বান জানানো হয়েছে। এসব ক্ষেত্রে নির্দিষ্ট একটি সেল গঠন করা বা নির্দিষ্ট কাউকে দায়িত্ব দেয়ার দাবি জানিয়েছি আমরা।’

তিনি জানান, ৩০ অক্টোবর বিএফইউজে’র বৈঠকে সব আঞ্চলিক ইউনিয়নকে এ সংক্রান্ত তথ্য সংগ্রহ করে পাঠানোর নির্দেশনা দেয়া হয়েছে। এই তালিকা দেখে সরকারের কাছে আমরা একটি লিগ্যাল ফ্রেমে পদক্ষেপ আশা করব। তারপরও কোনো পদক্ষেপ না এলে দেশব্যাপী কর্মসূচি দেয়া হবে।

এ বিভাগের আরো খবর