১৬ ডিসেম্বরের মধ্যে ‘স্বীকৃতিবঞ্চিত মুক্তিযোদ্ধাদের’ স্বীকৃতি ও ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার দাবি জানিয়েছে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ নামে একটি সংগঠন।
জাতীয় প্রেসক্লাবের সামনে বুধবার দুপুরে মানববন্ধনে এই দাবি করে বলা হয়, স্বাধীনতার ৫১ বছর পরেও মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধারা স্বীকৃতিবঞ্চিত থাকা দুর্ভাগ্যজনক।
মানববন্ধনে আটটি দাবি ও দুটি কর্মসূচির প্রতি একাত্মতা ঘোষণা করা হয়।
দাবিগুলো হলো: প্রকৃত মুক্তিযোদ্ধাদের অবিলম্বে স্বীকৃতি দান, সব ক্ষেত্রে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা, ইসলামী শিক্ষা সংস্কৃতি বিনষ্টের ষড়যন্ত্রের প্রতিবাদ, ডাল-চিনিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং দুর্নীতিবাজ ও দেশের সম্পদ লুটপাটকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে এয়ারকন্ডিশনের ব্যবহার নিয়ন্ত্রণ, গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও চুরি বন্ধ করে আবাসিক গ্রাহকদের হয়রানি বন্ধ, প্রবাসীদের বিমানবন্দরে হয়রানি বন্ধ ও প্রবাসে বাংলাদেশের দূতাবাসগুলোতে প্রবাসীদেরকে যথাযথ মর্যাদা প্রদান।
ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব ইমতিয়াজ আলম।
আরও বক্তব্য রাখেন আবুল কাশেম, ইসলামী আন্দোলনের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক আহমদ আবদুল কাইয়ূম, কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা ভুঁইয়া।