রাজধানীর ডেমরা ডগাইর এলাকায় সুমাইয়া আক্তার নামের এক কিশোরীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার রাত ১টার দিকে অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত সুমাইয়ার চাচি দীপা আক্তার বলেন, 'সুমাইয়া ডেমরা ডগাইর এলাকার রুস্তম আলী উচ্চ বিদ্যালয় নবম শ্রেণিতে পড়ত। সব সময় মোবাইল ব্যবহার করায় তার মা বকাঝকা করে।
'মঙ্গলবার সন্ধ্যার দিকে সুমাইয়ার মা রাগে মেয়েকে চড়থাপ্পড় মারে। তারপরই সে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। পরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। পরিবারের সদস্যরা দরজা খুলে দেখতে পায় সুমাইয়া ঝুলে আছে। তখন তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।'
তিনি জানান, ডেমরায় তাদের নিজেদের বাসায় থাকত। সুমাইয়ার বাবার নাম মোহাম্মদ নজরুল ইসলাম।
দুই বোন এক ভাইয়ের মধ্যে ছোট ছিল সুমাইয়া।
ঢাকা মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।