দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় গৃহবধূকে ধর্ষণ মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন বিচারক।
জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরীফ উদ্দিন আহমেদ বুধবার দুপুরে এ আদেশ দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন ৪০ বছর বয়সী বুদু ও ৩২ বছর বয়সী মো. সাগর।
বুদু ফুলবাড়ী উপজেলার মীরপুর গ্রামের হানিফ হাজির ছেলে। সাগর একই এলাকার মোখলেছার রহমানের ছেলে।
বিচারক মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিদ্বয়কে ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২০ সালের ২০ নভেম্বর বিকেলে ফুলবাড়ী উপজেলার পশ্চিম মীরপুর (জলেশ্বর) গ্রামের শ্বশুরবাড়ি থেকে রাগ করে বাবার বাড়িতে যাচ্ছিলেন ওই গৃহবধূ। পথে ওই গ্রামে বুদুর সঙ্গে দেখা হলে একটি ইজিবাইকের ব্যবস্থা করে দেয়ার অনুরোধ করেন গৃহবধূ।
সম্পর্কে গৃহবধূর দূরসম্পর্কের মামা হন বুদু। বুদু শর্টকাটে সড়কে নিয়ে গিয়ে ইজিবাইকে উঠিয়ে দেবেন বলে জমির আইল দিয়ে স্থানীয় এবরারের জমিতে নিয়ে যান ওই নারীকে।
বিবরণে উল্লেখ করা হয়, যাওয়ার সময় বুদু মোবাইল ফোনে তার বাড়ির কাজের ছেলে আসামি সাগরকেও ডেকে নেন। পরে এবরারের জমিতে গৃহবধূকে ধর্ষণ করেন দুজন। ওই সময় বিষয়টি কাউকে না জানানোর জন্য ভয়ভীতি প্রদর্শন করা হয় গৃহবধূকে। পরে নারীর চিৎকার স্থানীয়রা এগিয়ে এলে দুই আসামি পালিয়ে যান।
ঘটনার পরদিন ২১ নভেম্বর গৃহবধূ বাদী হয়ে বুদু ও সাগরকে আসামি করে ফুলবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর ফুলবাড়ী থানা পুলিশ দুজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর আসামিরা প্রথমে ১৬১ ধারায় পুলিশের কাছে এবং পরে ১৬৪ ধারায় বিচারকের কাছে জবানবন্দি দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে ২০২১ সালের ১৩ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলায় ৭ সাক্ষীর সাক্ষ্য নেয়া হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি তৈয়বা বেগম বলেন, ‘আমরা মামলাটি খুবই দ্রুতভাবে শেষ করতে সক্ষম হয়েছি। মামলার রায়ে আমরা খুশি। মামলাটি যত দ্রুত শেষ হয়েছে, তত দ্রুত রায় কার্যকর হবে বলে আমরা আশা করছি।’
আদালতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী মাজহারুল ইসলাম সরকার।