ঢাকার ধামরাইয়ে গরু চুরির মামলায় এক ছাত্রলীগ নেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার ভোররাতে সাভার পৌর এলাকার নয়াবাড়িতে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বুধবার দুপুরে নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তার বাবলী আক্তার ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রীবিষয়ক সম্পাদক।
তার ছাত্রলীগে পদ থাকার বিষয়টি নিশ্চিত করে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম বলেন, ‘আমি বিষয়টি জানি না। তবে অভিযোগ প্রমাণ হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।’
এসআই আশরাফুল ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘কয়েক দিন আগে ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের সিঁতি গ্রামে গরু চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করা হয়। আমরা দুজনকে আটকের পর তাদের জিজ্ঞাসাবাদে বাবলী আক্তার নামে ওই তরুণীর সম্পৃক্ততা পাই। পরে বুধবার ভোরে অভিযান চালিয়ে সাভার থেকে তাকে আটক করা হয়।’
গরু চুরির মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হবে বলেও জানান এই কর্মকর্তা।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘ধামরাইয়ে বিভিন্ন সময় কয়েকটি গরু চুরির ঘটনা ঘটে। ঘটনাগুলোতে মামলা হয়। ওই মামলাগুলো তদন্ত করতে গিয়ে দেখা যায়, বাবলী নামে ওই তরুণী গরুগুলো তার হেফাজতে রেখে বিক্রি করতেন। ওই ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার বিস্তারিত পরিচয় এই মুহূর্তে বলতে পারছি না।’