বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘সমাবেশে মালিক-শ্রমিকরা বাস বন্ধ রাখেন বিএনপির ভয়ে’

  •    
  • ১ নভেম্বর, ২০২২ ২০:৫৭

‘বিএনপির বিভিন্ন গণসমাবেশে মালিক-শ্রমিকরা ভয়ে তাদের পরিবহন দিচ্ছেন না। বিএনপি উল্টো আওয়ামী লীগের বদনাম করছে। তাদের সব কথাই কল্পনাপ্রসূত। তারা মিথ্যাচার করে নাশকতা চালাচ্ছে। তাদের ভয়ে সাধারণ মানুষ মাঠে নামছে না। ভবিষ্যতে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড মেনে নেবে না সরকার, উচিত জবাব দেয়া হবে।’

বিএনপির জ্বালাও-পোড়াও কর্মকাণ্ডের ভয়ে সমাবেশে মালিক-শ্রমিকরা বাস-ট্রাক বন্ধ রাখেন বলে দাবি করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান।

মঙ্গলবার দুপুরে মাদারীপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

শাজাহান খান বলেন, ‘বিএনপির বিভিন্ন গণসমাবেশে মালিক-শ্রমিকরা ভয়ে তাদের পরিবহন দিচ্ছেন না। বিএনপি উল্টো আওয়ামী লীগের বদনাম করছে। তাদের সব কথাই কল্পনাপ্রসূত। তারা মিথ্যাচার করে নাশকতা চালাচ্ছে। তাদের ভয়ে সাধারণ মানুষ মাঠে নামছে না। ভবিষ্যতে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড মেনে নেবে না সরকার, উচিত জবাব দেয়া হবে।’

সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এ সময় আরও বলেন, বিএনপি সমাবেশের নামে মানুষকে একত্র করতে পারছে না। তারা জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে। এটা বুঝেই আওয়ামী লীগ ও সরকারের নামে কুৎসা রটাচ্ছে। যদিও জনগণ আন্দোলনে সায় দিচ্ছে না। সবাইকে আওয়ামী লীগের মতাদর্শে থাকার আহ্বান করছি।’

মাদারীপুর শহরের সার্বিক বাস ডিপো চত্বরে চেম্বারের বার্ষিক সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাফিজুর রহমান খান যাচ্চু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান কালু খান, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম বাবু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আবুল বাশার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ সাখাওয়াত হোসেন সেলিম।

এ বিভাগের আরো খবর