বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কাদেরকে বিরোধীদলীয় নেতা না করলে জাপার ‘বিকল্প চিন্তা’

  •    
  • ১ নভেম্বর, ২০২২ ১৮:০৫

স্পিকারের আশ্বাসে সংসদে ফিরেছে জাতীয় পার্টি। বিরোধীদলীয় নেতা নির্বাচনের বিষয়ে তিনি সময় চেয়েছেন। সমাধান না হলে আমাদের হাতে বিকল্প অপশন আছে: জি এম কাদের

জি এম কাদেরকে বিরোধীদলীয় নেতা না করলে সংসদে না ফেরার ঘোষণার পরদিন অবস্থান পাল্টালেও জাতীয় পার্টির পক্ষ থেকে দাবি পূরণ না হলে ‘বিকল্প চিন্তা’র কথা জানানো হয়েছে। তবে সেই বিকল্প কী, সেটি জানানো হয়নি।

মঙ্গলবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে এক আলোচনায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন। জাতীয় যুব দিবস উপলক্ষে এই আলোচনার আয়োজন করে জাতীয় পার্টির যুবসংগঠন ‘জাতীয় যুব সংহতি’।

জি এম কাদের বলেন, ‘স্পিকারের আশ্বাসে সংসদে ফিরেছে জাতীয় পার্টি। বিরোধীদলীয় নেতা নির্বাচনের বিষয়ে তিনি সময় চেয়েছেন। সমাধান না হলে আমাদের হাতে বিকল্প অপশন আছে।’

এর আগে জাতীয় পার্টিতে বিভক্তি শুরু হয় দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের কাউন্সিল ডাকার মধ্যে দিয়ে।

আগামী ২৬ নভেম্বর দলের এই কাউন্সিলের ঘোষণা আসে গত ৩১ আগস্ট। ক্ষুব্ধ হয়ে জাতীয় পার্টির সংসদীয় দল তাকে বিরোধীদলীয় নেতার পদ থেকে অপসারণ করতে স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে চিঠি দেয়।

সেই চিঠির বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানাননি স্পিকার। পরে আবার দলীয় সভাপতিমণ্ডলীর সভা ডেকে রওশন এরশাদকে বিরোধীদলীয় নেতার পদ থেকে সরানোর সমর্থন নেন জি এম কাদের।

রোববার জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদেরকে বিরোধীদলীয় নেতা হিসেবে ঘোষণা দিয়ে গেজেট প্রকাশ না করা পর্যন্ত জাতীয় পার্টির সংসদ সদস্যরা আর জাতীয় সংসদে যাবেন না বলে সিদ্ধান্ত নেয়। তবে স্পিকারের আশ্বাসে ফের সিদ্ধান্ত বদল করে সংসদে যোগ দেয় দলটি।

সাংবাদিকদের জিএম কাদের বলেন, ‘বিভক্তি সৃষ্টির জন্য ষড়যন্ত্র শুরু হয়েছিল। জাতীয় পার্টি ঐক্যবদ্ধ আছে।’

এর আগে আলোচনায় তিনি বলেন, ‘দেশের মানুষ যেনো খাঁচায় বন্দি হয়ে আছে। সোনার খাঁচায় বন্দি একটি পাখি কখনোই সুখি হতে পারে না। ঠিক তেমনই, অধিকার ছাড়া কোনো দেশের মানুষ ভালো থাকতে পারে না।’

তিনি বলেন, ‘দেশের মানুষের কোনো অধিকার নেই। তাদের ভোটাধিকার প্রতিষ্ঠিত করতে হবে। দেশের মানুষ চায়, তারা ভোটাধিকার প্রয়োগ করে ইচ্ছেমত কাউকে ক্ষমতায় বসাবে। আবার অপছন্দ হলে তাকে ভোটাধিকার প্রয়োগ করে ক্ষমতা থেকে সরিয়ে দেবে। মানুষের সেই ভোটাধিকার অকার্যকর করা হয়েছে। মানুষ প্রতিবাদ করতে পারছে না, বিক্ষোভ করতে পারছে না।’

দেশের গণমাধ্যমও অকার্যকর হয়ে যাচ্ছে বলে মনে করেন জি এম কাদের। বলেন, ইচ্ছে করলেই সঠিক তথ্য প্রকাশ করতে পারছে না গণমাধ্যম।’

সাধারণ মানুষের মালিকানা ছিনতাই হয়ে গেছে উল্লেখ করে জাপা নেতা বলেন, ‘দেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিতে হবে।’

মহাসচিব মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, নাজমা আখতারও এ সময় বক্তব্য রাখেন।

এ বিভাগের আরো খবর