বরিশালের বাকেরগঞ্জের কলসকাঠি ইউনিয়নে বিএনপির পথসভায় বাধা দেয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এ সময় সংঘর্ষে বিএনপির ১০ নেতা-কর্মী আহত হন বলে দাবি করা হয়।
মঙ্গলবার দুপুরে ইউনিয়নের কলসকাঠি বাজারে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ৫ নভেম্বর বরিশালে বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে সকালে বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খানের নেতৃত্বে কলসকাঠি বাজারে পথসভার আয়োজন করা হয়। সেখানে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ বাধে।
কলসকাঠি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আল আমিন মোল্লা বলেন, ‘আবুল হোসেন খানসহ আমরা শতাধিক নেতা-কর্মী জনসংযোগ শেষে কলসকাঠি বাজারে পথসভার জন্য জড়ো হলে পুলিশ অতর্কিত হামলা চালায়।
‘হামলায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হারুন আর রশিদ জোমাদ্দার, উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত হোসেন খান বিপু, ইউনিয়ন যুবদল নেতা সজল, উপজেলা ছাত্রদল সভাপতি নেয়ামুল হক নাহিদ, ছাত্রদল নেতা মুশফিকুর রহমানসহ ১০ নেতা-কর্মী আহত হয়েছেন।’
বরিশালের বিএনপির সমাবেশ বাধাগ্রস্ত করতে পুলিশ এ হামলা চালিয়েছে বলে দাবি করেছেন উপজেলা যুবদল আহ্বায়ক এনায়েত হোসেন খান বিপু।
এ বিষয়ে সাবেক সাংসদ আবুল হোসেন খান বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ হামলা চালিয়ে ১০ জনকে আহত করেছে।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন মিলন জানান, কলসকাঠিতে বিএনপির আবুল হোসেন খান ও হারুন শিকদার গ্রুপ একই স্থানে সভা করতে যায়। দুই গ্রুপে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ তাদের সরিয়ে দেয়। সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।