বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মাদারীপু‌রে রাত ৮টার পর দোকান খোলায় ১০ জনকে জরিমানা

  •    
  • ১ নভেম্বর, ২০২২ ১১:৪৯

ইউএনও সারমীন ইয়াছমীন বলেন, ‘সরকারি নির্দেশনা মোতাবেক বিদ্যুৎ সাশ্রয়ের জন্য রাত ৮টার পর দোকান, শপিং মলসহ বিভিন্ন ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে বেশ কিছুদিন ধরে প্রচার চালানো হয়েছে। তার পরও ব্যবসায়ীরা দোকান বন্ধ না করায় মোট ১২ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়। সরকারি নির্দেশনা বাস্তবায়ন করতে সামনে প্রশাসন আরও জোরাল অভিযান পরিচালনা করবে।’

মাদারীপুরের ডাসার উপজেলায় সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর দোকান খোলা রাখায় ১০ ব্যবসাপ্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ডাসার উপজেলার নতুন হাট থানা মার্কেট, পুরান থানা মোড়, উত্তর ডাসার বাজার, নবগ্রাম বাজার ও শশিকর বাজার এলাকায় ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমীন ইয়াছমীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করেন।

সোমবার রাত ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত এ কার্যক্রম চলে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে ছিল ডাসার থানা-পুলিশের একটি দল।

ইউএনও সারমীন ইয়াছমীন বলেন, ‘সরকারি নির্দেশনা মোতাবেক বিদ্যুৎ সাশ্রয়ের জন্য রাত ৮টার পর দোকান, শপিং মলসহ বিভিন্ন ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে বেশ কিছুদিন ধরে প্রচার চালানো হয়েছে। তার পরও ব্যবসায়ীরা দোকান বন্ধ না করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে স্বর্ণের দোকান, মুদি দোকান, ওয়ার্কশপ, কসমেটিকসের দোকান, লেপ তোশকের দোকানসহ কাপড়ের দোকানকে মোট ১২ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়। সরকারি নির্দেশনা বাস্তবায়ন করতে সামনে প্রশাসন আরও জোরাল অভিযান পরিচালনা করবে।’

ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকর বাজারের ওয়ার্কশপ দোকানের মালিক বলেন, ‘আমাদের ওয়ার্কশপের দোকানে বেশির ভাগ কাজ রাতেই নিরিবিলি করতে হয়। তা ছাড়া পূর্বে আমাদের বিষয়টি জানানো হয়নি। হঠাৎ ম্যাজিস্ট্রেট এসেই জরিমানা আদায় করলেন।’

একই বাজারের আরেক দোকানদার সজিব বাড়ৈ বলেন, ‘আমার দোকানে বাতি জ্বলেনি, কিন্তু রাত ৮টার পর আমার দোকান খোলা ছিল। আমি দোকানে ছিলাম, তবুও আমাকে জরিমানা করল। আগে থেকে এ বিষয়টি আমরা জানি না।’

এ বিভাগের আরো খবর