খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষা সমাপনীর কনসার্টে মাদক সেবনের অভিযোগে সাত শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
সোমবার বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তাদের শোকজ নোটিশ পাঠায়। নোটিশে সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ২০১৮ ব্যাচের শিক্ষা সমাপনী উদযাপনে শনিবার ক্যাম্পাসে কনসার্ট হয়। সেখানে সংগীত পরিবেশন করেন নগরবাউল জেমস, ওয়ারফেজ এবং আর্টসেলের শিল্পীরা।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, কনসার্ট চলাকালে বেশ কয়েকজন শিক্ষার্থীকে মাদকাসক্ত অবস্থায় আটক করা হয়েছে।
শোকজপ্রাপ্তরা হলেন, এইচআরএমের ১৮ ব্যাচের সৈয়দ জাফর সাদিক, ওই বিভাগের একই ব্যাচের তাফ্নুল সাদাত তাহা, ড্রয়িং অ্যান্ড পেইন্টিংয়ের ১৮ ব্যাচের জুবায়ের আহমেদ ইয়াসিন, আর্কিটেকচারের ১৮ ব্যাচের মিজানুর রহমান, বাংলার ১৮ ব্যাচের শীর্ষেন্দু মালাকার, সয়ল ১৮ ব্যাচের বহ্নি শিখা চৌধুরী ও সমাজবিজ্ঞানের ১৬ ব্যাচের সামিউল মুরাদ।
বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন।
তিনি বলেন, ‘নিয়ম অনুযায়ী অভিযুক্ত শিক্ষার্থীদের শোকজ করা হয়েছে। তাদের শাস্তির আওতায় আনা হবে।’