কুষ্টিয়ার কুমারখালীতে বিরোধের জেরে কৃষককে হত্যার দায়ে ৫ ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
কুষ্টিয়া অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক তাজুল ইসলাম সোমবার দুপুরে দুই আসামির উপস্থিতিতে এই রায় দেন। অন্য আসামিরা পলাতক।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অনুপ কুমার নন্দী এসব জানিয়েছেন।
আসামিরা হলেন কুমারখালীর শিলাইদহ ইউনিয়নের মাছগ্রাম খালপাড়া গ্রামের মো. উজ্জল এবং তার ভাই সেজ্জাদ প্রকাশ সুজাত, মো. সুজন, আব্দুল গফুর ও জালাল উদ্দিন। এদের মধ্যে গফুর ও জালাল গ্রেপ্তার আছেন।
এজাহারে বলা হয়েছে, ২০০৭ সালের ১১ জুন শিলাইদহ ইউনিয়নের খোদ্দবনগ্রাম এলাকায় রাস্তার মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে কৃষক মো. রেজাউলের ওপর হামলা চালায় আসামিরা। তাকে কুপিয়ে জখম করা হয়। তার চিৎকারে স্থানীয়রা গিয়ে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পরদিন রেজাউলের ভাই ফজলুর রহমান কুমারখালী থানায় মামলা করেন।
দীর্ঘ তদন্ত শেষে ১৫ বছর পর এই মামলার রায় হয়।