বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অটোরিকশায় বাসের ধাক্কা: নিহত বেড়ে ৪

  •    
  • ৩১ অক্টোবর, ২০২২ ২০:১২

হাসপাতালের মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট সোলেমান হোসেন জানান, সেখানে আহতদের আনা হলে প্রথমে শিশু মুনতাহার মৃত্যু হয়। এরপর মারা যান হাবিবুর। আহত আরও দুজনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কুমিল্লার চান্দিনায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার আহত চালকও মারা গেছেন। এ নিয়ে দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন।

নিহত চালকের নাম হাবিবুর রহমান। তার বাড়ি দেবীদ্বার উপজেলার ছোটনা গ্রামে।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস এসব নিশ্চিত করেছেন।

তিনি জানান, আহত চালককে ঘটনাস্থল থেকে কাবিলা ইস্টার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার মৃত্যু হয়।

হাসপাতালের মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট সোলেমান হোসেন জানান, সেখানে আহতদের আনা হলে প্রথমে শিশু মুনতাহার মৃত্যু হয়। এরপর মারা যান হাবিবুর। আহত আরও দুজনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার কাঠেরপুল এলাকায় সোমবার বেলা সোয়া ১১টায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত অন্যরা হলেন চান্দিনার মাধাইয়া এলাকার তন্বী ও অজ্ঞাতপরিচয় আরেক নারী। তন্বী ও শিশু মুনতাহা মা-মেয়ে বলে জানা গেছে।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি আকুল জানান, কুমিল্লামুখী অটোরিকশাটি কাঠেরপুল ডাম্পিং এলাকায় পৌঁছালে বেপরোয়া গতির একটি বাস পেছন থেকে ধাক্কা দেয় সেটিকে। একই সময় পিছনে থাকা পিকআপভ্যান বাসটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা দুমড়েমুচড়ে যায়।

এ বিভাগের আরো খবর