বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ডিএনসিসির ইমার্জেন্সি অপারেশন সেন্টার উদ্বোধন

  •    
  • ৩১ অক্টোবর, ২০২২ ১৯:৫৫

শহরের কোথাও বর্জ্য পড়ে থাকলে, স্ট্রিট লাইট বন্ধ থাকলে, মশার হটস্পট পাওয়া গেলে, পার্ক মাঠ ও পাবলিক টয়লেটে কোন সমস্যা থাকলে কমান্ড সেন্টারের মাধ্যমে তথ্য নিয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। নগরবাসী যেকোনো সমস্যায় ছবি তুলে লোকেশনসহ ‘সবার ঢাকা’ অ্যাপের মাধ্যমে জানালে ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে দ্রুত সময়ে প্রতিকার পাবে বলে জানান ডিএনসিসি মেয়র।

প্রাকৃতিক দুর্যোগসহ আপদকালীন জরুরি সেবা দিতে অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন ইমার্জেন্সি অপারেশন সেন্টার স্থাপন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

সোমবার বিকেলে নগরভবনে মেয়র আতিকুল ইসলাম সেন্টারটির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে মেয়র আতিকুল বলেন, নাগরিক সেবা সাধারণ মানুষের কাছে দ্রুততম সময়ে পৌঁছে দিতে এবং জনদুর্ভোগ কমাতে ইমার্জেন্সি কমান্ড সেন্টার ভূমিকা রাখবে। সারা বছর জুড়েই কাজ করবে সেন্টারটি। এর মাধ্যমে দুর্যোগকালীন সময়ে সাড়াদানের পাশাপাশি বিভিন্ন দুর্ঘটনায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হবে।

সেন্টার থেকে কেন্দ্রীয়ভাবে জলাবদ্ধতার স্পট, ময়লার গাড়ি ও মশক নিধন কর্মীদের মুভমেন্ট ট্র্যাকিং করা হবে। সবার ঢাকা অ্যাপ কমপ্লেইন, রেভেনিউ, খাল, ফুটপাত ও ফুটওভার ব্রিজের এক্সকেলেটর, এসটিএস, স্মার্ট স্ট্রিট লাইটসহ বিভিন্ন সেন্সর মনিটর করা হবে।

শহরের কোথাও বর্জ্য পড়ে থাকলে, স্ট্রিট লাইট বন্ধ থাকলে, মশার হটস্পট পাওয়া গেলে, পার্ক মাঠ ও পাবলিক টয়লেটে কোন সমস্যা থাকলে কমান্ড সেন্টারের মাধ্যমে তথ্য নিয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

নগরবাসী যেকোনো সমস্যায় ছবি তুলে লোকেশনসহ ‘সবার ঢাকা’ অ্যাপের মাধ্যমে জানালে ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে দ্রুত সময়ে প্রতিকার পাবে বলে জানান ডিএনসিসি মেয়র।

ইমার্জেন্সি অপারেশন সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফ-উল ইসলামসহ ডিএনসিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিল ডিজাস্টার রেসপন্স এক্সারসাইজ এন্ড এক্সচেঞ্জ (ডিআরইই বাংলাদেশ-২০২২)-এ অংশ নেয়া দেশি-বিদেশি ৩১৪ সদস্যের দল। এই দলে ২৭টি দেশের সেনাবাহিনীর ৫৩ জন কর্মকর্তা, সশস্ত্র বাহিনীর সদস্য ও বিভিন্ন এনজিওর প্রতিনিধি আছেন।

এ বিভাগের আরো খবর