সিরাজগঞ্জে শাশুড়ি আমেনা বেগমকে হত্যার ১৩ বছর পর পুত্রবধূ নজিরন বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।সোমবার দুপুরে এ রায় ঘোষণা করেন জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির।
রায়ে বলা হয়, আমেনা বেগম হত্যা মামলায় নজিরন বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।
৩৯ বছর বয়সী নজিরন বেগমের বাড়ি সিরাজগঞ্জের সলঙ্গার গুদারচড় এলাকায়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।
মামলার বরাতে আব্দুর রহমান বলেন, ‘সিরাজগঞ্জের সলঙ্গা থানার নাইমুড়ী গ্রামের শাহ আলমের সঙ্গে নজিরন বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই নজিরন বেগমের সাথে শাশুড়ি আমেনা বেগমের বিরোধ চলছিল। ২০০৯ সালের ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় নজিরন বেগম শাশুড়ি আমেনা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করেন।’
তিনি জানান, এ ঘটনায় শাহ আলমের বাবা সাখাওয়াত হোসেন থানায় মামলা করেন। মামলায় ১৫ জনের সাক্ষ্যে অভিযোগ প্রমাণ হওয়ায় জেলা ও দায়রা জজ আসামি নজিরন বেগমকে যাবজ্জীন কারাদণ্ড দেন।
আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট শওকত আলী সেলিম।