চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলে পানির জন্য হাহাকার চলছে। টানা চার-পাঁচ দিনও পানি পাচ্ছেন না আবাসিক ছাত্ররা। এর মধ্যে ডাইনিংয়ে খেতে হচ্ছে অতি নিম্নমানের খাবার।
পানির সমস্যা নিরসন, খাবারের মান বাড়ানোসহ ছয় দফা দাবিতে শাহ আমানত হলের শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন।
সোমবার দুপুর ২টার দিকে হলের গেটে তালা দেন আন্দোলনকারীরা। প্রভোস্টের আশ্বাসে ৩টার দিকে সেই তালা খুলে দেয়া হয়।
ছাত্রদের দাবিগুলো হলো- হলের পানির সমস্যা নিরসন, খাবারের মান বৃদ্ধি, ইন্টারনেটের গতি বাড়ানো, পাঠকক্ষের সংস্কার, হলের কক্ষ সংস্কার এবং নিয়মিত শৌচাগার পরিষ্কার করা৷
শাহ আমানত হলের ছাত্র মো. রিপন বলেন, ‘হলের বর্ধিত অংশে নিয়মিত পানি থাকে না। টানা পাঁচদিনও পানি থাকে না। আমরা বিষয়টা অনেকবার জানিয়েছি, সুরহা হয়নি।পরিচ্ছনতা কর্মীরা ঠিকমতো কাজ করেন না। এসব কারণে আমরা আন্দোলন করছি।’
হলের প্রভোস্ট অধ্যাপক নির্মল কুমার সাহা নিউজবাংলাকে বলেন, ‘এটা আমরা আজ জানালাম। আশা করছি, সমস্যা চিহ্নিত করে এক সপ্তাহের মধ্যে সমাধান করা হবে।খাবারের মান তদারকির জন্য হাউস টিউটরদের গ্রুপ করা হয়েছে।’