পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক পদ মর্যাদার দুই কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।
দুই কর্মকর্তা হলেন অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মো. আলমগীর আলম ও ট্যুরিস্ট পুলিশের মো. মাহবুব হাকিম।
একই ভাষায় জারি করা পৃথক প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮(২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয় এতে।
এর আগে গত ১৮ অক্টোবর তিন পুলিশ সুপারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। তার আগে ১৬ অক্টোবর বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় তথ্য সচিব মকবুল হোসেনকে।