বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ডেঙ্গু প্রতিরোধে আরও তৎপর হওয়ার নির্দেশ মন্ত্রিসভার

  •    
  • ৩১ অক্টোবর, ২০২২ ১৬:৩৩

বর্ষায় মশাবাহিত এই রোগটি দেখা গেলেও এবার সেপ্টেম্বরও অক্টোবরে রোগটির প্রকোপ দেখা দিয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে অক্টোবরে। প্রায় প্রতিদিনই ২ থেকে ৫ জনের মৃত্যুর কথা জানাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর এবং এ কারণে ২০১৯ সালে ১৮৯ জনের মৃত্যুর রেকর্ড ভেঙে যাওয়ার শঙ্কাও দেখা দিয়েছে।

শীতের আগে আগে ডেঙ্গুর ভয়াবহ য প্রকোপ দেখা দিয়েছে, সেটি মোকাবিলায় আরও তৎপর হতে সিটি করপোরেশনকে তাগিদ দিয়েছে সরকার। সেই সঙ্গে বাসা-বাড়িতে যেন কোনে পাত্রে পানি জমতে না পারে, সে জন্য সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে অন্যান্য বিষয়ের পাশাপাশি আলোচনা হয় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু নিয়ে যেটির বিস্তার বর্তমানে ভীতিকর পর্যায়ে চলে গেছে।

বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, ‘আজকে আরেকটা জিনিস বিশেষভাবে আলোচনা হয়েছে সেটা হলো ডেঙ্গু নিয়ে।’

তিনি বলেন, ‘সেজন্য এটা সবাইকে একটু রিকোয়েস্ট করা হয়েছে মন্ত্রিপরিষদের পক্ষ থেকে, এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীও রিকোয়েস্ট করেছেন সেটা হলো সবার যেন বাড়িঘর ক্লিন রাখা হয় এবং বিশেষ করে পানি যেন না জমতে পারে এটার জন্য।

‘সিটি করপোরেশনসহ সবাইকে প্রয়োজনীয় নিদর্শনা দেয়া হয়েছে। বিশেষ করে সিভিল এভিয়েশনকে বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে… বিমানবন্দর এলাকাটাতে উনারা সপ্তাহে দুই দিন করতেন। এখন বলা হয়েছে পারলে প্রতিদিনই স্প্রে করার জন্য।’

বর্ষায় মশাবাহিত এই রোগটি দেখা গেলেও এবার সেপ্টেম্বরও অক্টোবরে রোগটির প্রকোপ দেখা দিয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে অক্টোবরে।

প্রায় প্রতিদিনই ২ থেকে ৫ জনের মৃত্যুর কথা জানাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর এবং এ কারণে ২০১৯ সালে ১৮৯ জনের মৃত্যুর রেকর্ড ভেঙে যাওয়ার শঙ্কাও দেখা দিয়েছে।৩১ অক্টোবর পর্যন্ত রোগটিতে ১৪১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৮৬ জনের বেশি মারা গেছে অক্টোবরে।

এই সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮ হাজার ২৪ জন ডেঙ্গু রোগী, যাদের ৮০ শতাংশের বেশি ভর্তি হয়েছেন সেপ্টেম্বর ও অক্টোবরে। রোগীর সংখ্যা ২০১৯ সালের তুলনায় অনেক কম থাকলেও রোগীর বিপরীতে মৃত্যুর হার এবার তিন বছর আগের তুলনায় দ্বিগুণ।

এ বিভাগের আরো খবর