প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে করা মামলায় রাজবাড়ীর মহিলা দলের কর্মী সোনিয়া আক্তার স্মৃতিকে জামিন দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি সাহেদ নূর উদ্দিনের হাইকোর্ট বেঞ্চ সোমবার তাকে জামিন দেয়।
বিষয়টি নিশ্চিত করেন আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করা আইনজীবী এ জে মোহাম্মদ আলী। তাকে সহয়তা করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, আইনজীবী জামিলা আক্তার, রোকনুজ্জামান সুজা, মাকসুদ উল্লাহ, রাসেল আহমেদ, আল ফয়সাল সিদ্দিকী ও নজরুল ইসলাম ছোটন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে ফেসবুকে পোস্ট দেয়ার অভিযোগে রাজবাড়ীর মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সামসুল আরেফিন চৌধুরী সদর থানায় স্মৃতির বিরুদ্ধে অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে গত ৪ অক্টোবর রাতে সদরের বাসা থেকে স্মৃতিকে গ্রেপ্তার করে পুলিশ। পরের দিন আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানো হয়।
এ মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন স্মৃতি। আদালত সোমবার তাকে জামিন দেয়।
রাজবাড়ী জেলা মহিলা দলের কর্মী স্মৃতি ‘রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাব’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতাও। তার গ্রেপ্তার নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।