ঢাকার সাভারে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আয়নাল নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় দগ্ধ হয়েছেন আনোয়ার হোসেন আরেক শ্রমিক। পুলিশ বলছে, বাড়িওয়ালার গাফিলতিতে এই হতাহতের ঘটনা ঘটেছে।
উপজেলার আশুলিয়া থানার পলাশবাড়ির পশ্চিম পাড়ায় রোববার বিকেলে এ ঘটনা ঘটে।
সন্ধ্যায় আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা নিউজবাংলাকে এসব তথ্য জানান।
আয়নালের বাড়ি বগুড়ার ধুনট থানার কোণাগাতি গ্রামে। দগ্ধ আনোয়ার হোসেন আশুলিয়ার গণস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন। তারা দুজনেই আশুলিয়ার পলাশবাড়ী এলাকার থাকতেন।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা খন্দকার বলেন, ‘বিকেলে ৯৯৯ এ কল পেয়ে ঘটনাস্থলে যাই। প্রাথমিকভাবে জানতে পেরেছি, নির্মাণাধীন তৃৃতীয় তলা বাড়ির বাইরের অংশ মাচান বেঁধে পলেস্তারার কাজ করছিলেন দুই শ্রমিক।
‘এ সময় ভবন ঘেঁষে থাকা বিদ্যুতের তারে তারা দুজন স্পৃষ্ট হন। এদের মধ্যে আয়নাল নিচে পড়ে যান। স্থানীয়রা দুজনকে উদ্ধার করে গণস্বাস্থ্য কেন্দ্রে নিলে চিকিৎসক আয়নালকে মৃত ঘোষণা করেন। আনোয়ার হোসেনের হাত ও পা দগ্ধ হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বাড়িওয়ালা ফজলুল হক দায় এড়াতে পারেন না। তার গাফিলতিতেই দুর্ঘটনা ঘটেছে। বিদ্যুৎ সংযোগ বন্ধ করে নিলে এমন মর্মান্তিক ঘটনা ঘটতো না। এ ঘটনায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।’
মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হবে জানান এ পুলিশ কর্মকর্তা।
এ ঘটনায় বাড়ির মালিক ফজলুল হকের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলে তা বন্ধ পাওয়া গেছে। বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি।