বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ছুটির দিনেও হাফ ভাড়ার সুযোগ পাবেন জবি শিক্ষার্থীরা

  •    
  • ৩০ অক্টোবর, ২০২২ ২১:৪০

বৈঠকে সিদ্ধান্ত হয়, বিশ্ববিদ্যালয় থেকে গুলিস্তান পর্যন্ত ৫ টাকা ভাড়া দিতে হবে, আর নয়াবাজার থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার্থীরা বিনা ভাড়ায় যেতে পারবেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা সদরঘাটগামী সব বাসে ছুটির দিনসহ সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টাই হাফ ভাড়ায় যাতাযাত করতে পারবেন বাসে। সেই সঙ্গে তারা সর্বনিম্ন ভাড়া দিতে পারবেন পাঁচ টাকা।

রোববার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে সদরঘাটগামী বাসের মালিকপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর এক বৈঠকে এসব সিদ্ধান্ত হয়।

বৈঠক থেকে জানা গেছে, এসব সুবিধা পেতে হলে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের অবশ্যই আইডি কার্ড দেখাতে হবে। তাহলে সপ্তাহের প্রতিটি দিনই চার্টে লেখা ভাড়ার অর্ধেকে যাতায়াত করতে পারবেন তারা।

বৈঠকে সিদ্ধান্ত হয়, বিশ্ববিদ্যালয় থেকে গুলিস্তান পর্যন্ত ৫ টাকা ভাড়া দিতে হবে, আর নয়াবাজার থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার্থীরা বিনা ভাড়ায় যেতে পারবেন।

কোনো শিক্ষার্থী বাসের স্টাফদের সঙ্গে খারাপ আচরণ করলে, কিংবা টাকা চাইলে বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ি অথবা প্রক্টর অফিসে জানাবে। অন্যদিকে বাসের কেউ খারাপ আচরণ করলে শিক্ষার্থীরা মারামারি না করে প্রক্টর অফিসে জানালে ব্যবস্থা নেয়ার হবে বলেও সিদ্ধান্ত হয়।

তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় বাহাদুর শাহ পরিবহন চলতে পারবে না বলেও জানানো হয়। দিনের যেকোনো সময়ে বিশ্ববিদ্যালয়ের গেইটে কোনো গাড়িও পার্ক করে রাখা যাবে না। সভা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, হাফ ভাড়া দেয়ার ক্ষেত্রে অবশ্যই আইডি কার্ড দেখাতে হবে। কার্ড না দেখালে তাকে পুরো ভাড়া পরিশোধ করতে হবে। বাসের সঙ্গে কোনো ঝামেলা হলে ছবি তুলে প্রক্টর অফিসে জানালে ব্যবস্থা নেয়া হবে। বাসের স্টাফদের জন্য নির্দেশনা থাকবে তারাও কোনো ঝামেলা না করে ফাঁড়িতে জানাবে।

তিনি বলেন, ‘বৈঠকে বারবার শোনা যায়, একটি চক্র বাসগুলোর সঙ্গে ঝামেলা করে টাকায় আদায় করে, তার মানে এরা চিহ্নিত। পরিবহন সংশ্লিষ্টরা পুলিশে অভিযোগ দিলে কিংবা তারা যদি আমাদের শিক্ষার্থী হয়ে থাকে, আমাদের কাছে অভিযোগ আসলে ব্যবস্থা নেব।’

সদরঘাটগামী যেসব বাসে এই ভাড়ার সুবিধা পাওয়া যাবে সেগুলো হলো-বিহঙ্গ, তানজিল, সাভার, আজমেরী গ্লোরি, সাভার পরিবহন।

এ বিভাগের আরো খবর