সিলেট থেকে এবার সরাসরি যাওয়া যাবে শারজাহ। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতের এই শহরে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
মঙ্গলবার থেকে সিলেট-শারজাহ রুটে বিমানের সরাসরি ফ্লাইট চলাচল শুরু হবে।
বাংলাদেশ বিমানের জেলা ব্যবস্থাপক মনসুর আহমেদ ভুঁইয়া এ তথ্য জানান।
বিমান বাংলাদেশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টা ৩০ মিনিটে বিমানের ৭৩৭ মডেলের বিজি-২৫১ ফ্লাইট ১৬৪ যাত্রী নিয়ে শারজাহর উদ্দেশে রওনা দেবে।
বিমান কর্মকর্তা মনসুর আহমেদ ভুঁইয়া জানান, মঙ্গলবার থেকে সিলেট-শারজাহ রুটে সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে। প্রতি সপ্তাহে একটি ফ্লাইট সিলেট থেকে শারজাহ যাবে।
গত সোমবার সিলেট থেকে সৌদি আরবের জেদ্দায় সরাসরি ফ্লাইট চালু হয়। সপ্তাহের প্রতি সোমবার সিলেট-জেদ্দা রুটে যাত্রী পরিবহন করছে বিমান।
মনসুর আহমেদ বলেন, এরপর সিলেট থেকে মদিনায় সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে বিমানের।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজুর রহমান জানান, বিমানবন্দরের রানওয়ে ও টার্মিনালের সম্প্রসারণ হচ্ছে। এতে ওসমানী বিমানবন্দরের সক্ষমতা বাড়বে। ফলে আন্তর্জাতিক রুটগুলোতে সরাসরি ফ্লাইটও বাড়ছে।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সক্ষমতা বাড়ায় নতুন নতুন রুটে ফ্লাইট চালু হচ্ছে বলে জানান তিনি।