যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ হাউসের স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী পল পেলোসির ওপর নিজ বাসভবনে হামলার নিন্দা জানিয়ে চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ন্যান্সি পেলোসিকে সহানুভূতি জানিয়ে রোববার এই চিঠি পাঠান সরকারপ্রধান। সন্ধ্যায় প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
চিঠিতে প্রধানমন্ত্রী বলেন, ’শুক্রবার আপনার বাসভবনে আপনার স্বামী পল পেলোসির ওপর হামলার বিষয়ে জানতে পেরে গভীরভাবে ব্যথিত হয়েছি। আমি জেনেছি, পলের শরীরে অস্ত্রোপচার হয়েছে, এখন তিনি সুস্থতা অর্জনের পথে রয়েছেন।’
চিঠিতে সন্ত্রাস, উগ্রপন্থার বিরুদ্ধে বাংলাদেশের অবস্থানও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, ‘আমি আবারও বলতে চাই যে বাংলাদেশ সরকার সন্ত্রাস, মৌলবাদ, সহিংস চরমপন্থা এবং ঘৃণামূলক অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থান নিয়েছে। গণতন্ত্র, মানবতা এবং সবার শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করে বাংলাদেশ।’
পল পেলোসির দ্রুত আরোগ্য কামনা করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে ন্যান্সি পেলোসি ও তার পরিবারের সদস্যদের নিরাপদ জীবন কামনা করেন তিনি।
শুক্রবার যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী পল পেলোসির ওপর হামলা হয়। সান ফ্রান্সিসকোর বাড়িতে ওইদিন ভোরে এক ব্যক্তি হাতুড়ি নিয়ে এই হামলা চালায়।
সিএনএনের খবরে বলা হয়, যে ব্যক্তি পলের ওপর হামলা চালিয়েছে, তিনি পলের স্ত্রী ন্যান্সিকে খুঁজছিলেন। হামলাকারী বাড়িতে ঢুকে পলকে বলেছিল, ‘ন্যান্সি কোথায়, ন্যান্সি কোথায়?’
ডেমোক্র্যাটিক স্পিকারের অফিস এক বিবৃতিতে সেদিন জানায়, হামলার পর ৮২ বছরের পলকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।
ঘটনার পরপর প্রেসিডেন্ট জো বাইডেন কথা বলেন স্পিকার পেলোসির সঙ্গে। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়ের এক বিবৃতিতে জানান, পল পেলোসি ও স্পিকার পেলোসির পরিবারের জন্য প্রার্থনা করেছেন প্রেসিডেন্ট। সকালে তিনি এই ভয়ানক হামলার পর স্পিকার পেলোসিকে সাহস জোগাতে ফোন করেন।