নোয়াখালী জেলা শহর মাইজদীতে জান্নাতী মায়মুনা নিহারীকা নামের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ছুরিকাঘাত করেছে মুখোশধারী সন্ত্রাসী।
রোববার দুপুর ১২টার দিকে শহরের লক্ষ্মীনারায়ণপুরে আইসিএল কিন্ডারগার্টেন স্কুলের সামনে এই ঘটনা ঘটে।
সুধারাম মডেল থানার ওসি আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহারীকা নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। সে সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের জাহানাবাদ এলাকার জাগিদার বাড়ির রিয়াজ মাহমুদের মেয়ে।
নিহারীকার মা রোমানা আক্তার সাথী বলেন, ‘স্কুল ছুটি হওয়ার পর প্রাইভেট পড়তে লক্ষ্মীনারায়ণপুর এলাকায় শিক্ষকের বাসায় যাচ্ছিল সে। আইসিএল কিন্ডারগার্টেনের সামনে মোটরসাইকেলে এসে মুখোশধারী বখাটে নিহারীকার বাঁ হাতের কবজিতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়দের কাছ থেকে শুনে আমি তাকে হাসপাতালে নিয়ে আসি।’
স্থানীয় দোকানদার আবদুর রহিম বলেন, ‘মেয়েটি আমার দোকান থেকে আইসক্রিম কিনে প্রাইভেট পড়তে যায়। কিছুক্ষণ পর শুনি তাকে ছুরিকাঘাত করা হয়েছে।’
নোয়াখালী জেনারেল হাসপাতালের ডা. নাহিদ হাসান বলেন, ‘মেয়েটির বাঁ হাতের কবজিতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। তার হাতে চারটি সেলাই দেয়া হয়েছে।’
ওসি আনোয়ারুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি অনুসন্ধান করে আইনি ব্যবস্থা নেয়া হবে।’