লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের রাবার বুলেটে এক বাংলাদেশি আহত হয়েছেন।
রোববার ভোরে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বেলেরবাড়ী সীমান্তে এই ঘটনা ঘটে। আহত রইচ উদ্দিনের বাড়ি বেলেরবাড়ী গ্রামেই।
৬১ বিজিবি ব্যাটালিয়ন শ্রীরামপুর ক্যাম্পের কমান্ডার সুবেদার নাজমুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।
সীমান্ত সূত্র ও বিজিবি জানায়, রোববার ভোরে শ্রীরামপুর সীমান্তে ভারতীয় পাচারকারীদের সহায়তায় গরু আনতে যান বাংলাদেশি ৫-৬ জন।
এই সময় ভারতীয় সীমান্তরক্ষীরা তাদের লক্ষ করে কয়েক রাউন্ড রাবার বুলেট ছোড়ে। এতে বাংলাদেশি পারাপারকারী রইচ উদ্দিনের ডান পায়ে গুলিবিদ্ধ হন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করেন সঙ্গীরা।
শ্রীরামপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার নাজমুল হক বলেন, ‘বিএসএফের সঙ্গে এ বিষয়ে আমাদের আলোচনা হয়েছে।’