আশুলিয়ার একটি পোশাক কারখানায় ফ্লোর পরিষ্কারের সময় আগুনে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে আগুনের ঘটনা ঘটে।
হাসপাতালে নিয়ে আসা শ্রমিকদের নাম তরিকুল ইসলাম, খালিদ হোসেন ও আওলাদ হোসেন। তাদের বয়স ২০ থেকে ২৬ বছরের মধ্যে।
তাদের হাসপাতালে নিয়ে আসেন সহকর্মী মোহাম্মদ রাকিব। তিনি বলেন, ‘কেমিক্যাল দিয়ে কারখানার ফ্লোর ধোয়া-মোছার কাজ চলছিল। তখন হঠাৎ আগুন লেগে যায়। এতে তিনজন দগ্ধ হন। তাদের উদ্ধার করে হাসপাতালে আনা হয়।’
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, ‘সাভার আশুলিয়া থেকে দগ্ধ তিন জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে খালিদ হোসেনের শরীরের ৪৫ শতাংশ ও তরিকুল ইসলামের ৪৬ শতাংশ দগ্ধ হয়েছে।
‘দুজনের শ্বাসনালি পুড়ে যাওয়ার কারণে তাদের ভর্তি রাখা হয়েছে। আওলাদ হোসেনের অবস্থা শঙ্কাজনক নয়। তাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া যাবে।’