মানিকগঞ্জের সিংগাইরে ভাড়া বাসা থেকে মাহমুদা নাহার মিতু নামের পুলিশ কনস্টেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার দুপুর ২টার দিকে উপজেলার ধল্ল্যা ইউনিয়নের বাস্তা এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
২৫ বছর বয়সী মাহমুদা জামালপুর সদরের আব্দুল খালেকের মেয়ে। তিনি ঢাকায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। মাহমুদার স্বামী শাজাহান মিয়া অপু সাভারের আশুলিয়ায় থাকেন।
সিংগাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল ইমরান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মাহমুদা প্রায় দুই মাস আগে সিংগাইরের বাস্তা এলাকায় দূর সস্পর্কের ভাই আবু হানিফের বাড়িতে ভাড়া থাকা শুরু করেন। সেই বাসায় থেকে ঢাকায় অফিস করতেন। মাঝে মধ্যে তার স্বামী শাজাহান সেখানে যেতেন।
স্থানীয়দের বরাতে তিনি আরও জানান, শনিবার রাতে নিজের কক্ষে ঘুমিয়ে পড়েন মাহমুদা। সকাল থেকে দুপুর পর্যন্ত ডাকাডাকির পরেও সাড়া না পেয়ে জরুরিসেবা ৯৯৯ নম্বরে ফোন করেন প্রতিবেশীরা।
দুপুরে পুলিশ ঘরের দরজা ভেঙে দেখে, মাহমুদার নিথর দেহ বিছানায় পড়ে আছে।
পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ বলেন, ‘বিছানায় মাহমুদার মাথার কাছ থেকে কীটনাশক জাতীয়দ্রব্য পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে কীটনাশক পান করে তিনি আত্মহত্যা করেছেন।’
তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এ ঘটনায় সিংগাইর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।