নারায়ণগঞ্জের বন্দরে ক্রেন বিদ্যুতায়িত হয়ে চালক ও হেলপারের মৃত্যু হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে উপজেলার মদনপুরের কেওডালা এলাকায় রোববার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ক্রেনের চালক নেছার উদ্দিন রাসেল ও সহকারী জমশের মিয়া। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার লাকসাম থানার কিল্লা বাজারে। সম্পর্কে চাচা-ভাতিজা৷
বন্দর থানার কামতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক এসএম মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বন্দর থানার উপপরিদর্শক মোশাররফ হোসেন জানান, দুপুরে বেসরকারি কোম্পানির একটি ক্রেন দিয়ে কেউডালা এলাকায় কাজ চলছিল। সেখানে ক্রেনের ওপরের অংশ বিদ্যুতের তারে জড়িয়ে যায়। এ সময় ক্রেনের চালক ও তার সহকারী বিদ্যুৎস্পৃষ্ট হন।
আশপাশের লোকজন তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ কর্মকর্তা মাহমুদ জানান, দুই মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রয়েছে। ক্রেনটি থানায় নেয়া হয়েছে।