‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দেশের কল্যাণে কাজ করছেন এবং দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের বিনিময় করছি।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন সে দেশের ক্ষমতাসীন দল বিজেপির নেতা রাম মাধব।
রোববার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে সাক্ষাৎ শেষে এই আমন্ত্রণ জানান বিজেপির সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক।
সাক্ষাৎ শেষে রাম মাধব বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দেশের কল্যাণে কাজ করছেন এবং দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের বিনিময় করছি।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভারতের একজন ভালো বন্ধু। তাকে ভারত সফরের আহ্বান জানিয়েছি।’