বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে পরীক্ষা নিল পদ্মা ব্যাংক

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৩০ অক্টোবর, ২০২২ ১৬:১১

তারেক রিয়াজ খান বলেন, ‘আমাদের পথচলায় মেধাবী যুবারা ভিন্ন ও নতুন মাত্রা যোগ করবে বলে আমার বিশ্বাস।’

প্রথমবারের মতো ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও) পদে নিয়োগ দিচ্ছে পদ্মা ব্যাংক লিমিটেড।

রাজধানীর দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবার একযোগে হয় পরীক্ষা। এতে সারা দেশ থেকে বিপুল সংখ্যক চাকরিপ্রার্থী অংশ নেন।

পদ্মা ব্যাংকের মানবসম্পদ বিভাগের তত্ত্বাবধানে পরীক্ষাটি হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক ও সিআরও ফয়সাল আহসান চৌধুরী, চিফ হিউম্যান রিসোর্স অফিসার ও চিফ কমিউনিকেশন অফিসার এম আহসান উল্লাহ খান ও ইসলামী ব্যাংকিং ডিভিশন হেড সেলিম আনোয়ার, আরএএমডি ও রিকভারি হেড ফিরোজ আলম এবং ইভিপি ও কোম্পানি সেক্রেটারি মঞ্জুরুল আহসানসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে তারেক রিয়াজ খান বলেন, ‘একটি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে চাকরির বাজার। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-বলছে, বিশ্বে বেকারের সংখ্যা চলতি বছর ২০ কোটি ৭০ লাখ ছাড়াবে। বাংলাদেশেও দিনে দিনে বাড়ছে এই হার।’

এই সময় পদ্মা ব্যাংক এমটিও-এর মতো পোস্টে বড় নিয়োগ দিচ্ছে, যা চাকরিপ্রার্থীদের নতুন ও সম্ভাবনাময় আগামী গড়ার আশা জোগাবে বলে মনে করেন তিনি। বলেন, ‘আমাদের পথচলায় মেধাবী যুবারা ভিন্ন ও নতুন মাত্রা যোগ করবে বলে আমার বিশ্বাস।’

চিফ হিউম্যান রিসোর্স অফিসার ও চিফ কমিউনিকেশন অফিসার এম আহসান উল্লাহ খান বলেন, ‘স্বচ্ছতায় বিশ্বাসী পদ্মা ব্যাংক। নিজের যোগ্যতা ও মেধা দিয়েই ঠাঁই করে নিতে হবে বিজয়ীদের দলে। মানবসম্পদ বিভাগের কাজই হলো মেধার সঠিক বিন্যাস। নতুনদের হাত ধরে আগামীতে আমরা আরও বেশি সামনে এগিয়ে যেতে পারব বলে আমি বিশ্বাস করি।’

এ বিভাগের আরো খবর