বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চাঁপাইনবাবগঞ্জে পত্রিকা অফিসে ‘ককটেল’ বিস্ফোরণ

  •    
  • ৩০ অক্টোবর, ২০২২ ১৩:৪৮

ওসি বলেন, ‘শনিবার রাত আনুমানিক দেড়টার দিকে এ ঘটনা ঘটেছে। তবে এটা ককটেল কি না তাৎক্ষণিক তা নিশ্চিত হওয়া যায়নি। বারুদের গন্ধ পাওয়া গেলেও এটির কোনো স্প্লিন্টার পাওয়া যায়নি। আলামত সংগ্রহ করা হয়েছে। ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।’

চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় দৈনিক চাঁপাই চিত্র অফিসে ককটেল হামলার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার রাত আনুমানিক দেড়টার দিকে পত্রিকা অফিসটির ছাদে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

বিষয়টি নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান নিউজবাংলাকে জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।

চাঁপাই চিত্রের সম্পাদক কামাল উদ্দিন জানান, পত্রিকার কাজ শেষে শনিবার প্রায় রাত সাড়ে ১০টার দিকে তিনিসহ পত্রিকায় কর্মরত সবাই বের হয়ে যান। মধ্যরাতে নাইটগার্ডের মাধ্যমে ককটেল হামলার বিষয়টি জানতে পেরে পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে নিয়ে যায়।

তিনি বলেন, ‘স্থানীয় দৈনিক হিসাবে আমরা সব ধরনের সংবাদই প্রকাশের চেষ্টা করে আসছি। সংবাদ মূল্য থাকলে আমরা সংবাদ প্রকাশে পিছপা হই না। কোনো প্রকাশিত সংবাদে ক্ষুব্ধ হয়ে কেউ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। আমরা আশা করি পুলিশ অপরাধীকে খুঁজে বের করবে।’

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ওসি আলমগীর জাহান বলেন, ‘শনিবার রাত আনুমানিক দেড়টার দিকে এ ঘটনা ঘটেছে। তবে এটা ককটেল কি না তাৎক্ষণিক তা নিশ্চিত হওয়া যায়নি। বারুদের গন্ধ পাওয়া গেলেও এটির কোনো স্প্লিন্টার পাওয়া যায়নি।’

কোনো দুষ্কৃতকারী ভীতি ছড়াতে এ ঘটনা ঘটাতে পারে জানিয়ে তিনি বলেন, ‘বিষয়টি জানার পর আমরা পাঁচ মিনিটের মধ্যে ঘটনাস্থলে গিয়েছি। আলামত সংগ্রহ করা হয়েছে। ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।’

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবে রোববার সন্ধ্যায় জরুরি সভা ডেকেছেন প্রেস ক্লাবের সভাপতি শহীদুল হুদা অলক। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবিও জানিয়েছেন তিনি।

এ বিভাগের আরো খবর