পবা থানার ওসি জানান, রাজশাহী শহর থেকে দুই বন্ধু বাগমারা ফিরছিলেন। মদনহাটিতে একটি ট্রাক দুজনকেই চাপা দিয়ে চলে যায়। ট্রাকচাপায় মাথা থ্যাঁতলে রমেশ ও আলাল ঘটনাস্থলেই মারা যান। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে।
রাজশাহীর পবায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই বন্ধু নিহত হয়েছেন। নিহতরা হলেন বাগমারার চান্দের আড়া গ্রামের রমেশ এবং একই উপজেলার লাউপাড়া গ্রামের আলাল।
শনিবার রাত ৮টার দিকে পবা উপজেলার মদনহাটি এলাকায় এ ঘটনা ঘটে।
রমেশ গো খাদ্য ব্যবসায়ী ছিলেন। আলাল আস্থা সার্বিক গ্রাম উন্নয়ন সংস্থা নামের একটি এনজিওতে চাকরি করতেন। তারা বাইকে রাজশাহী শহর থেকে বাড়ি ফিরছিলেন।
পবা থানার ওসি ফরিদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।ওসি জানান, রাজশাহী শহর থেকে দুই বন্ধু বাগমারা ফিরছিলেন। মদনহাটিতে একটি ট্রাক দুজনকেই চাপা দিয়ে চলে যায়। ট্রাকচাপায় মাথা থ্যাঁতলে রমেশ ও আলাল ঘটনাস্থলেই মারা যান। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে।