বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাড়ি ফেরার কথা থাকলেও মরদেহ মিলল রেল লাইনে

  •    
  • ২৯ অক্টোবর, ২০২২ ১৩:৫৮

এসআই বলেন, ‘তাজুল কয়েক বছর আগে তার শ্বশুরবাড়ি তালোড়া পূর্বপাড়া গ্রামে একটি করেছেন। সেখানেই থাকতেন তিনি। মাঝে মধ্যে বানদীঘিতে যেতেন। শুক্রবার সেখান থেকে তালোড়ায় ফেরার কথা থাকলেও ফেরেননি। পরে শনিবার সকালে তালোড়ার আগের কচুয়া এলাকার রেল লাইনে একটি মরদেহ পড়ে থাকতে দেখে লোকজন।’

বগুড়ার কাহালুতে এক ব্যক্তির ট্রেনে কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার কচুয়া এলাকার রেল লাইন থেকে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

বগুড়া রেল স্টেশন ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘ধারণা করা হচ্ছে, রাতে ঢাকাগামী রংপুর এক্সপ্রেসে কাঁটা পড়ে নিহত হয়েছেন ওই ব্যক্তি।’

নিহত ৩৮ বছরের তাজুল ইসলাম বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নের বানদীঘি এলাকার আবু ব্ক্করের ছেলে ছিলেন।

স্বজনদের বরাতে এসআই বলেন, ‘তাজুল কয়েক বছর আগে তার শ্বশুরবাড়ি তালোড়া পূর্বপাড়া গ্রামে একটি বাড়ি করেছেন। সেখানেই থাকতেন তিনি। মাঝে মধ্যে বানদীঘিতে যেতেন। শুক্রবার সেখান থেকে তালোড়ায় ফেরার কথা থাকলেও ফেরেননি। পরে শনিবার সকালে তালোড়ার আগের কচুয়া এলাকার রেল লাইনে তার মরদেহ পড়ে থাকতে দেখে লোকজন।’

রেল পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে, রাতে ঢাকাগামী রংপুর এক্সপ্রেসে কাঁটা পড়ে নিহত হয়েছেন তিনি। কারণ সকালে ছিল বগুড়াগামী কলেজ ট্রেন। রাতে সবশেষ রংপুর এক্সপ্রেস গিয়েছে ঢাকায়। মরদেহের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তা খুঁজে পাওয়া যায়নি। সম্ভবত শিয়াল বা কোনো জন্তু নিয়ে গেছে।

‘মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’

এ বিভাগের আরো খবর