রাতে গরম আর ভোরে কাঁথামুড়ি দেয়ার ঠান্ডা। সূর্যের আলোকে ফুটতে হচ্ছে কুয়াশা ভেদ করে। রাজশাহী অঞ্চলের আবহাওয়া কয়েকদিন ধরে এমনই। প্রকৃতি শীত আসছে বলে এভাবেই মানুষকে জানান দিচ্ছে। মানুষও প্রস্তুত শীত বরণে।
রাজশাহী অঞ্চলে শুক্রবার ভোরে বেশ ঘন কুয়াশা দেখা গেছে। সকাল ৮টা পর্যন্ত কোথাও কোথাও কুয়াশা মিলেছে। গ্রামের দিকে এর ঘনত্ব বেশি। জমিতে ধান গাছের ডগায় দেখা গেছে বিন্দু বিন্দু শিশির।
রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, গত তিন দিন ধরে সেখানে তাপমাত্রা কমেছে। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৩১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ দিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এর আগে বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর শুক্রবার ভোর ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় তা বেড়ে হয় ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
শুক্রবার ভোরে ঘন কুয়াশার কারণে রাজশাহীর রাস্তায় যানবাহন চলে দেখা গেছে ধীরগতি। বেলা বাড়ার পরও হেডলাইট জ্বালিয়ে চলতে হয়েছে বাস-ট্রাককে।
রাজশাহী বিমানবন্দর আবহাওয়া অফিসের কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, শুক্রবার সকালের ঘন কুয়াশার দৃষ্টিসীমা ছিল ২০০ মিটার। আগামী দুয়েকদিনের মধ্যে বৃষ্টি না হলে আবারও ঘন কুয়াশা পড়তে পারে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধানও কমে আসবে, বাড়তে থাকবে শীত।