নারায়ণগঞ্জের শহরে একটি পাটের গুদামে মধ্যরাতে লাগা আগুন দীর্ঘক্ষণ ধরে জ্বলেছে।
শহরের শীতলক্ষ্যা কদমতলা এলাকায় শারমিন জুট বেলার্সের গুদামে বৃহস্পতিবার রাত ২টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ৬ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও পুরোপুরি নেভে শুক্রবার দুপুর ১২টার দিকে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করে নিউজবাংলাকে জানিয়েছেন, আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের একজন সদস্য আহত হয়েছেন। তাকে হাসপাতালে নেয়া হয়েছে।
আগুনে ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত শেষে বলা যাবে।
কয়েকজন শ্রমিক জানান, রাত ২টার দিকে আগুন দেখে শ্রমিকরা গুদাম থেকে বের হয়ে যান। প্রথমে তারা আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে যেতে থাকে। পরে তারা ফায়ার সার্ভিসকে খবর দেন। আগুনের শিখা দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রাও।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল হালিম নিউজবাংলাকে বলেন, ‘খবর পেয়ে মণ্ডল পাড়া, হাজীগঞ্জ ও ফতুল্লাসহ ফায়ার সার্ভিসের ৭টি ইনউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ৬ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে পুরোপুরি নেভে শুক্রবার দুপুর ১২টার দিকে।
‘আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের একজন সদস্য আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।’
গুদামের মালিক গণেস বাবু নিউজবাংলাকে বলেন, ‘শারমিন জুট বেলার্স থেকে সালাম, মহসিন কবির, গোপাল তালুকদারসহ চারজন মিলের গোডাউনটি ভাড়া নিয়ে পাট মজুত করে রপ্তানি করেন। গোডাউনে থাকা পাট ও মেশিনারিজসহ প্রায় শত কোটি টাকা ক্ষয়ক্ষতির হয়েছে।’