বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রংপুরের বাস বন্ধ, রাজশাহী টার্মিনালে এসে হতাশ অনেকে

  •    
  • ২৮ অক্টোবর, ২০২২ ১৩:১৭

রাজশাহীর ভদ্রা এলাকায় আশরাফুল ইসলাম নামের এক যাত্রী বললেন, ‘আমার আজই রংপুর যাবার কথা ছিল। কিন্তু বাস বন্ধের কারণে উপায় নেই। বগুড়া পর্যন্ত বাস চলছে, কিন্তু সেখান থেকে আবার রংপুর যাবার যানবাহন কি পাবো তার তো ভরসা নাই। এ জন্য যাত্রা পিছিয়ে দিতে হলো।’ তার মতো অনেকেই যাত্রা বাতিল করছেন বা বিকল্প পথে বগুড়া হয়ে রংপুর যাচ্ছেন।

রাজশাহী-রংপুর রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন মালিকরা। শুক্রবার সকাল থেকে রাজশাহী থেকে রংপুরের বাস বন্ধ করে দেয়া হয়েছে। এতে ভদ্রা টার্মিনালে এসে হতাশ হয়েছেন অনেকে।

পরিবহন মালিকরা এই তথ্য নিশ্চিত করে বলেন, রংপুর পরিবহন মালিকরা বাস বন্ধ রাখতে বলেছেন, তাই এমনটা করা হয়েছে।

রাজশাহী নগরীর ভদ্রা এলাকা থেকে রংপুর রুটের বাস ছেড়ে যায়। শুক্রবার সকালে রংপুরগামী যাত্রীরা কাউন্টারে গিয়ে জানতে পারেন এই রুটে আজ ও আগামীকাল (শনিবার) বাস বন্ধ রয়েছে। তাদের বাস কর্মচারীরা বিকল্প পথে রংপুর যেতে বলেছেন। রাজশাহী থেকে বগুড়া পর্যন্ত যাওয়ার পর সেখান থেকে বিকল্প পথে রংপুর যাওয়া যাবে বলে জানানো হচ্ছে কাউন্টার থেকে।

আশরাফুল ইসলাম নামের এক যাত্রী বললেন, ‘আমার আজই রংপুর যাবার কথা ছিল। কিন্তু বাস বন্ধের কারণে উপায় নেই। বগুড়া পর্যন্ত বাস চলছে, কিন্তু সেখান থেকে আবার রংপুর যাবার যানবাহন কি পাবো তার তো ভরসা নাই। এ জন্য যাত্রা পিছিয়ে দিতে হলো।’ এ রকম অনেকেই যাত্রা বাতিল করছেন বা বিকল্প পথে বগুড়া হয়ে রংপুর যাচ্ছেন।

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সহসভাপতি নুরুজ্জামান মোহন জানান, রাজশাহী-রংপুর রুটে প্রতিদিন ১৮টি বাস চলাচল করে। এর মধ্যে ৯টি রাজশাহী মালিকদের আর ৯টি রংপুর মালিক সমিতির।

ভোর সাড়ে ৫টা থেকে পৌনে ১২টা পর্যন্ত রাজশাহী সমিতির বাস রংপুরের উদ্দেশে ছেড়ে যায়। আর এর পর থেকে বিকেল ৫টা পর্যন্ত ছেড়ে যায় রংপুর থেকে আসা বাসগুলো।

শুক্রবার সকাল থেকে এই রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। তবে এর কারণ সম্পর্কে কিছু বলতে চাননি এই বাস মালিক।

এদিকে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মতিউল হক বলেন, ‘রংপুরে অভ্যন্তরীণ কারণে দুই দিনের পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। তারা আমাদের বিষয়টি জানিয়েছেন এবং শুক্র ও শনিবার রংপুরে বাস না পাঠানোর জন্য বলেছেন। এ কারণেই বাস বন্ধ রাখা হয়েছে। রংপুরের বাসও রাজশাহী ঢোকেনি। তারা বাস চলাচল দুই দিন বন্ধ রাখবেন।’

তবে রাজশাহী থেকে নাটোর, বগুড়াসহ অন্য রুটে বাস চালু রয়েছে।

বিএনপির সমাবেশের কারণে বাস বন্ধ কি না জানতে চাইলে মতিউল হক বলেন, ‘এটা তো আমরা বলতে পারব না। রংপুরের সমিতি বলতে পারবে। আমাদের বলা হয়েছে তাদের অভ্যন্তরীণ সমস্যার কারণে ধর্মঘট চলবে। আমরা বাস রংপুরে পাঠাচ্ছি না।’

তবে রাজশাহীর বিএনপি নেতারা বলছেন, রংপুরের সমাবেশকে ঘিরেই এই বাস বন্ধ। যদিও রাজশাহী ও রংপুর বিভাগ আলাদা হওয়ায় এখান থেকে রংপুর বিভাগের সমাবেশে উৎসুক নেতা-কর্মী ছাড়া বিএনপি নেতা-কর্মীদের তেমন একটা যাওয়ার সম্ভাবনা নেই।

রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন সহসভাপতি শফিকুল হক মিলন বলেন, ‘বিএনপি যেখানেই সমাবেশ ডাকবে, সেখানেই আওয়ামী লীগ বাধা দেবে। এই সরকার বিএনপির সমাবেশ হলেই জনদুর্ভোগে রূপান্তর করে। তবে শত বাধা পেরিয়েও মানুষ জনসভায় যাচ্ছে।’

তিনি বলেন, ‘এই বাস বন্ধ নিয়ে সংশয়ের কিছু নেই। শত বাধা-বিপত্তি পেরিয়েই জনগণ রংপুরের সমাবেশে যাবে। পর্যায়ক্রমে অন্য সমাবেশগুলোতেও মানুষ যাবে।’

এ বিভাগের আরো খবর