বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পাইলিংয়ের খুঁটি পড়ে শ্রমিক নিহত

  •    
  • ২৮ অক্টোবর, ২০২২ ১২:৫৩

গুরুতর আহত আজাদকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া সহকর্মী মো. আশরাফ জানান, সকালে শনির আখড়া চৌরাস্তায় ভবন নির্মাণের জন্য পাইলিংয়ের কাজ করছিলেন আজাদ। ওই সময় খুঁটি ভেঙে তার ওপর পড়ে, যাতে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত বলে জানান।

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় পাইলিংয়ের কাজ করার সময় খুঁটি পড়ে আজাদ মিয়া নামের শ্রমিক নিহত হয়েছেন।

শনির আখড়া চৌরাস্তায় শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

২৪ বছর বয়সী আজাদ জামালপুরের মেলান্দহ উপজেলার দিলদার আলীর ছেলে। তিনি থাকতেন শনির আখড়া চৌরাস্তা এলাকায়।

আজাদকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া সহকর্মী মো. আশরাফ জানান, সকালে শনির আখড়া চৌরাস্তায় ভবন নির্মাণের জন্য পাইলিংয়ের কাজ করছিলেন আজাদ। ওই সময় খুঁটি ভেঙে তার ওপর পড়ে, যাতে গুরুতর আহত হন তিনি। পরে ঢামেক হাসপাতালে চিকিৎসক তাকে মৃত বলে জানান।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, আজাদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

এ বিভাগের আরো খবর