বিপ্লবী ছাত্র মৈত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত এক কর্মিসভায় এই কমিটি গঠন করা হয়।
জাবির আহমেদ জুবেলকে আহ্বায়ক করে গঠিত কমিটিতে সামি আব্দুল্লাহ্ ও ফাতিন ইশরাককে যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে। সদস্যদের মধ্যে রয়েছেন- সাইফ আল রেদোয়ান, ফারিয়া ইসলাম, জাহিদ রিয়াদ, রাহুল চন্দ্র শীল।
সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দিলীপ রায় নবগঠিত আহ্বায়ক কমিটিকে সংগঠনের শপথ পাঠ করান।
শপথ পাঠ শেষে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সাদেকুল ইসলাম সোহেল বিশ্ববিদ্যালয়ের বর্তমান অরাজকতা ও অগণতান্ত্রিক অবস্থা তুলে ধরে বক্তব্য দেন।
তিনি বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগ ক্যাম্পাসের আবাসিক হলগুলোতে অবৈধ দখলদারিত্ব ও গণরুম-গেস্টরুম নির্যাতনের মাধ্যমে হলে হলে টর্চার সেল তৈরি করেছে। ক্যাম্পাসে বিভিন্ন সংগঠনের ওপর ছাত্রলীগ যে হামলা-নির্যাতন চলমান রেখেছে এর বিরুদ্ধে প্রয়োজন সম্মিলিত প্রতিরোধ।
সাধারণ সম্পাদক দিলীপ রায় ডাকসু নির্বাচন আয়োজনের দাবি জানান। তিনি বলেন, শুধু শিক্ষার্থীরা নয়, বিশ্ববিদ্যালয়ের এই অরাজক পরিস্থিতিতে আজ ভিন্নমতের শিক্ষকরাও নানা ধরণের হয়রানির শিকার হচ্ছেন। নির্যাতন-নিপীড়ন বিরোধী গণতান্ত্রিক বিশ্ববিদ্যালয় নির্মাণ করা আজ গণতন্ত্রকামী শিক্ষার্থীদের কর্তব্য। এজন্য ডাকসু নির্বাচন এবং প্রশাসনিকভাবে প্রতিটি হলে প্রথম বর্ষ থেকে বৈধ সিট নিশ্চিত করা অপরিহার্য।