কক্সবাজারে কুতুবদিয়ায় আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবরকে দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছে তৃণমূল আওয়ামী লীগ নেতাকর্মীরা।
কক্সবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বৃহস্পতিবার দুপুরে এই দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে ছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা রেজাউল করিম রেজা, উত্তর ধূরং ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শফিউল বশরসহ উপজেলা আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী।
তারা অভিযোগ করেন, আশির দশকের দিকে কুতুবদিয়ায় বঙ্গবন্ধুর হত্যাকারীদের দল ফ্রিডম পার্টির সভাপতি ছিলেন বর্তমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর। প্রভাবশালী অদৃশ্য শক্তির ইশারায় স্থানীয় তৃণমূল আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে তিনি সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। এসব কারণে ওই এলাকায় বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেশিরভাগ দলীয় প্রার্থী পরাজিত হয়েছে।
তবে আওরঙ্গজেবের দাবি, তিনি কখনও ফ্রিডম পার্টির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না।
তিনি বলেন, ‘রাজনৈতিক বিরোধে নির্বাচনে পরাজিতরা এ অভিযোগ তুলছেন।’