বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সাগর থেকে উদ্ধার ২৩ জেলেকে ফেরত দিল ভারতীয় কোস্ট গার্ড

  •    
  • ২৭ অক্টোবর, ২০২২ ২২:৫৭

বৈরী আবহাওয়ায় গত সোমবার এফভি জেসমিন নামে মাছ ধরার ট্রলার ভাসতে ভাসতে ভারতীয় জলসীমায় চলে যায়। একপর্যায়ে ট্রলার ডুবে গেলে ড্রাম আঁকড়ে ধরে ভাসতে থাকেন জেলেরা। ভারতীয় কোস্ট গার্ডের একটি বিমান টহল দেয়ার সময় বাহিনীর সদস্যরা জেলেদের দেখে তাদের উদ্ধারের ব্যবস্থা নেয়।

ঝড়ের কবলে পড়ে ভারতীয় জলসীমায় চলে যাওয়া ট্রলার ২৩ জেলেকে কোস্ট গার্ডের কাছে ফেরত দিয়েছে সে দেশের কোস্ট গার্ড।

দুই দেশের সমঝোতার মাধ্যমে বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ-ভারত সমুদ্রসীমার শূন্যরেখায় উদ্ধার হওয়া জেলেদের বুঝে নেয় কোস্ট গার্ড।

মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদারের উপস্থিতিতে সন্ধ্যায় ট্রলার মালিক পক্ষের প্রতিনিধি ও পরিবারের সদস্যদের কাছে ওই জেলেদের হস্তান্তর করা হয়।

কোস্ট গার্ড পশ্চিম জোন- মোংলার মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়ে এসব তথ্য দিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইঞ্জিনের ত্রুটি থাকায় ও সিত্রাং-এর কারণে সৃষ্ট বৈরী আবহাওয়ায় গত সোমবার এফভি জেসমিন নামে মাছ ধরার ট্রলার ভাসতে ভাসতে ভারতীয় জলসীমায় চলে যায়।

একপর্যায়ে ট্রলার ডুবে গেলে ড্রাম আঁকড়ে ধরে ভাসতে থাকেন জেলেরা। ভারতীয় কোস্টগার্ডের একটি বিমান টহল দেয়ার সময় বাহিনীর সদস্যরা জেলেদের দেখে তাদের উদ্ধারের ব্যবস্থা নেয়। পরদিনই উদ্ধার করা হয় তাদের।

এ বিভাগের আরো খবর