নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১৬ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের পর হত্যার দায়ে আসামি নবীর হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত বৃহস্পতিবার দুপুরে এ রায় দেয়। তবে আসামি পলাতক।
রাষ্ট্রপক্ষের আইনজীবী রকিব উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০১০ সালের ১ জানুয়ারি ভোরে বাড়িতে একা পেয়ে ওই কিশোরীকে ধর্ষণের পর রুমাল দিয়ে গলায় প্যাঁচিয়ে হত্যা করেন প্রতিবেশী নবীর। এ ঘটনায় কিশোরীর মা মামলা করেন। সে বছরের ২৮ মার্চ আদালতে মামলার অভিযোগপত্র জমা দেন সোনারগাঁ থানার তৎকালীন পুলিশ পরিদর্শক ইউনুস আলী।
অভিযোগপত্রে বলা হয়, ঘটনার দিন ভোরে মেয়েকে ঘরে রেখে কাঁচপুরে কাজে যান তার মা। সকাল ১০টার দিকে জানতে পারেন তার মেয়ে ঘরে অসুস্থ অবস্থায় পড়ে আছে। বাড়ি ফিরে মেয়ের বিবস্ত্র মরদেহ দেখেন। তার গলায় প্যাঁচানো রুমাল দেখে নবীরকে শনাক্ত করা হয়। এরপর থেকেই নবীর পলাতক ছিলেন। ৪ দিন পর তাকে গ্রেপ্তার করে পুলিশ।
আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, মামলার বিচারকাজ চলা অবস্থায় আদালত থেকে জামিন নিয়ে আত্মগোপন করেন নবীর। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।