আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, বিএনপির আন্দোলন মোকাবেলায় কৌশল গ্রহণ, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং তৃণমূলের সম্মেলনগুলোর সর্বশেষ অবস্থা নিয়ে সভায় আলোচনা করা হবে।
আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা অনু্ষ্ঠিত হচ্ছে শুক্রবার। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বিকেলে ৪টায় এই সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ক্ষমতাসীন দলটির একাধিক সূত্র জানায়, বিএনপির আন্দোলন মোকাবেলায় কৌশল গ্রহণ, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং তৃণমূলের সম্মেলনগুলোর সর্বশেষ অবস্থা নিয়ে সভায় আলোচনা করা হবে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যদের সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।