কুড়িগ্রামের চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের বিরুদ্ধে তার শ্বশুরের পক্ষে নির্বাচনি প্রচার চালানোর অভিযোগ উঠেছে।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতীকের রুকুনুজ্জামান শাহীন বৃহস্পতিবার দুপুরে তার নির্বাচনি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং কুড়িগ্রাম-৪ আসনের এমপি জাকির হোসেন তার শ্বশুর আওয়ামী লীগের নৌকাপ্রতীকের প্রার্থী সোলায়মান আলী সরকারের পক্ষে নির্বাচনি প্রচার চালাচ্ছেন। এতে করে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। এর ফলে সাধারণ ভোটারদের মাঝে আতঙ্ক ও সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।’
তাই নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের আবেদন করেছেন বলে জানিয়েছেন রুকুনুজ্জামান। তা হলে ভোটারদের মাঝে যে সংশয় তৈরি হচ্ছে তা কেটে যাবে বলেও মনে করেন এই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী।
কেন্দ্রে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ‘ভোটাররা যেন উৎসমুখর পরিবেশে ভোট দিতে পারেন- এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ নেয়ার দাবি জানাই।’
অভিযোগের বিষয়ে জানতে প্রতিমন্ত্রী জাকির হোসেনের মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি ধরেননি।
আওয়ামী লীগের নৌকাপ্রতীকের চেয়ারম্যান প্রার্থী সোলায়মান আলী সরকার নিউজবাংলাকে বলেন, ‘জাকির হোসেন আমার জামাই; তবে তিনি আমার নির্বাচনি প্রচারে অংশ নেননি। আমার প্রতিপক্ষ প্রার্থী অপপ্রচার চালাচ্ছেন।’
এ বিষয়ে রির্টানিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব নিউজবাংলাকে বলেন, ‘লিখিত কোনো অভিযোগ পাইনি। তবে এ বিষয়ে নির্বাচনি টিম মাঠে কাজ করছে। তারা রিপোর্ট দিলেই আমরা নির্বাচন কমিশনকে অবহিত করব।’
প্রসঙ্গত, এই উপজেলা পরিষদে ৫ বারের নির্বাচিত চেয়ারম্যান বীর বিক্রম শওকত আলী বার্ধক্যজনিত কারণে চলতি বছরের গত ২২ আগস্ট মারা যান। আগামী ২ নভেম্বর এই শূন্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।