রাজধানীর বাংলামোটর মোড়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় সাধনা বেগম নামের এক নারী প্রাণ হারিয়েছেন।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক রাত পৌনে ১০টায় তাকে মৃত ঘোষণা করেন।
সাধনা বেগমের ছেলে রাব্বি হোসেন বলেন, ‘মা ইস্কাটন গার্ডেনের বাসা থেকে রাত সাড়ে ৮টার দিকে হাঁটাহাঁটি করতে বের হন। কিছুক্ষণ পর লোকজনের মাধ্যমে খবর পাই যে মা বাংলামোটর মোড়ের অদূরে ফার্মগেটগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় আহত অবস্থায় রাস্তায় পড়ে আছেন। দ্রুত ঘটনাস্থলে গিয়ে মাকে হাসপাতালে নিলে চিকিৎসক জানান যে মা ইতোমধ্যে মারা গেছেন।’
রাব্বি জানান, তাদের বাড়ি কুমিল্লার হোমনা উপজেলার কালাই গোপেন্ডি গ্রামে। ইস্কাটন গার্ডেনে ১৩ নম্বর বাসায় তারা বসবাস করতেন। তার বাবা খালেক মিয়া গ্রামের বাড়িতে থাকেন। তিনি দুই মেয়ে ও এক ছেলের জননী।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে।