ভোলার চরফ্যাশনের মায়া নদীতে মাছ ধরতে গিয়ে মাটিচাপায় এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার সকালে ভোলার চরফ্যাশন উপজেলার শশিভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের ফাহিম ব্রিকস সংলগ্ন এলাকা থেকে ফায়ার সার্ভিস কর্মীরা আওলাদ হোসেন নামে ওই যুবকের মরদেহ উদ্ধার করে।
১৮ বছর বয়সী আওলাদ হোসেন এওয়াজপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মো. ইমাম হোসেনের ছেলে।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বুধবার সকালে জাল নিয়ে মায়া নদীতে মাছ ধরতে যান আওলাদ। পরে জাল ফেলার সময় উপর থেকে নদীর পাড় ভেঙে মাটির বড় একটি খন্ড তার ওপর এসে পড়ে। এতে তিনি পা পিছলে পানিতে পড়ে যান।
এ অবস্থায় জালের সঙ্গে আওলাদের শরীর পেঁচিয়ে গেলে তিনি তীরে উঠে আসতে ব্যর্থ হন।
খবর পেয়ে চরফ্যাশন ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে শরীরে জাল পেঁচানো অবস্থায় আওলাদের মরদেহ উদ্ধার করে।
শশিভূষণ থানার ওসি মিজানুর রহমান জানান, এ ঘটনায় আওলাদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই জনপ্রতিনিধিদের মাধ্যমে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে।