বিভাগীয় পর্যা্য়ে বিএনপির সমাবেশে মানুষের ভিড় দেখে সরকার ভয় পাচ্ছে বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জানিয়েছেন, বিএনপির আন্দোলন চলবে। আর চূড়ান্ত রূপরেখা শিগগির জানিয়ে দেয়া হবে।
বুধবার মাগুরায় বিএনপির আহত নেতা-কর্মীদের দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
গত ২২ অক্টোবর খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশে সরকার সমর্থকদের হামলায় নেতা-কর্মীদের দেখতে এদিন সন্ধ্যা পৌনে ছয়টা তিনি মাগুরা সদর হাসপাতালে যান।
রিজভী বলেন, ‘চট্টগ্রামের পরে খুলনা বিভাগে সমাবেশে যে পরিমাণ মানুষ জড়ো হয়েছিল তা ঐতিহাসিক হিসেবে আমরা দেখছি। খুলনা বিভাগের জনগণ মহাসামবেশে উপস্থিত হয়ে নিদর্লীয় সরকারের পক্ষে সমর্থন দিয়েছে। প্রচুর মানুষ সমর্থন দিয়ে এ সরকারের ভিত নড়িয়ে দিয়েছে।
‘খুলনার মহাসামবেশে যেতে পথে পথে বাধা দিয়েছে সরকার। তবু মানুষ থেমে ছিল না। নৌকা, লঞ্চ, হেঁটে মানুষ মহাসমাবেশে গেছে।’
বিএনপি নেতা বলেন, ‘আমাদেরকে নানাভাবে নির্যাতনের শিকার হতে হয়েছে। আমাদের নেতা-কর্মীরা তবু থেমে নেই। আন্দোলন চলবে। আমরা খুব শিগগির চূড়ান্ত আন্দোলনের রূপরেখা জানিয়ে দেব। আমাদের সমাবেশে সফল হচ্ছে, আগামীতেও সফল হবে।’
খুলনা বিভাগের সবকটি জেলার নেতা-কমীরাই গত ২২ অক্টোবর আহত হয়েছে জানিয়ে রিজভী বলেন, ‘কত নির্যাতন আর আমরা সইব? সরকার যতই আমাদের ওপর, নিত্যপণ্যর দাম নিয়ে জনগণের ওপর নির্যাতন চালাবে, ততই জনগণ তাদের পরিত্যাগ করবে।’
রিজভী যাওয়ার আগেই হাসপাতাল ফটকে নেতা-কমীদের ভিড় করে। তারা স্লোগান দিতে দিতে বিএনপি নেতাকে পুরান হাসপাতাল ভবনের নিচতলায় আহত নেতা-কমীদের কাছে নিয়ে যান।
২০ মিনিটের এই ঝটিকা সফরে জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা বিএনপি নেতা আলী আহমেদ বলেন, ‘খুলনায় সমাবেশ শেষে ফেরার পথে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আমাদের খামাখা হামলা করে। এতে গুরুতর আহত হয়ে মাগুরা সদরে চিকিৎসাধীন আছে তিনজন। আরও ২৪ জন নেতা-কর্মী বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছেন।’