বিএনপির বরিশাল বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে লিফলেট বিতরণের পর স্বেচ্ছাসেবক দলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে।
নগরীর সদর রোডের জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ের সামনে বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
মহানগর বিএনপির সভাপতি মাহবুবুর রহমান পিন্টু এসব নিশ্চিত করেছেন।
তিনি জানান, লিফলেট বিতরণ শেষে সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জনি ও যুগ্ম সাধারণ সম্পাদক জাবের আব্দুল্লাহ সাদি গ্রুপের কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এ নিয়ে উত্তেজনা ছড়ায়। একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে মারামারি হয় তাদের। পরে নেতারা গিয়ে তাদের নিয়ন্ত্রণে নেয়।
পিন্টু জানান, উচ্ছৃঙ্খল নেতা-কর্মীরা এই ঝামেলা করেছে।
এ নিয়ে মন্তব্যের জন্য রফিকুল ইসলাম জনি ও জাবের আব্দুল্লাহ সাদীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাদের সাড়া মেলেনি।