বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আ.লীগ ভাতে মারবে, পানিতে মারবে: রিজভী

  •    
  • ২৬ অক্টোবর, ২০২২ ১৭:৫৯

‘প্রধানমন্ত্রী যে দুর্ভিক্ষের কথা বলছেন, এই দুর্ভিক্ষ তার সৃষ্ট দুর্ভিক্ষ।’

আওয়ামী লীগ সরকার জনগণকে ভাতে ও পানিতে পারবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেছেন, প্রধানমন্ত্রী এ জন্যই দুর্ভিক্ষের কথা বলছেন।

২০২৩ সালে বিশ্বে দুর্ভিক্ষ দেখা দেবে বলে দেশে উৎপাদন বাড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আহ্বান জানিয়েছেন, সে প্রসঙ্গে বুধবার ঝিনাইদহে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিএনপি নেতা বলেন, ‘প্রধানমন্ত্রী যে দুর্ভিক্ষের কথা বলছেন, এই দুর্ভিক্ষ তার সৃষ্ট দুর্ভিক্ষ।’

২২ অক্টোবর খুলনায় বিএনপির সমাবেশ থেকে ফেরার পথে হামলায় আহতদের দেখতে ঝিনাইদহে যান রিজভী। তিনি জেলা বিএনপির সভাপতি এম এ মজিদের বাসভবনে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

বিএনপি নেতা বলেন, ‘আওয়ামী লীগের আর গণভিত্তি নেই। তারা জনগণের সমর্থন হারিয়ে ফেলেছে বলেই অস্ত্রের ওপর নির্ভর করছে।’

তিনি বলেন, ‘২২ অক্টোবর খুলনা বিভাগে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে নেতা-কর্মী, জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। যখন বাস, ট্রাক বন্ধ করে দেয়া হয়েছে, তখন মানুষ ট্রেন, নছিমন, করিমন, ভটভটিতেও সমাবেশে যোগ দিয়েছে।

‘এই শান্তিপূর্ণ সমাবেশেও আঘাত করা হয়েছে। পথে পথে বাধা দেয়া হয়েছে। ট্রাকে ট্রাকে হামলা করা হয়েছে ধারালো অস্ত্র দিয়ে। তার মানে ওদের আর গণভিত্তি নেই। তারা তাদের সংগঠনে সন্ত্রাসীদের ঢুকিয়েছে।’

এর আগে হামলায় আহত নেতা-কর্মীদের বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নেন রিজভী।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পাপ্পু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিকও সেখানে উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো খবর