বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ১০ ডিসেম্বর ঢাকায় মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্রবাহিনীর সদস্য, সন্তান ও প্রজন্মের যৌথ মিলন মেলার ঘোষণা দেয়া হয়েছে। এই মেলার আয়োজক মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদ। সহযোগিতা দেবে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদ কেন্দ্রীয় কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির চেয়ারম্যান মেহেদী হাসান এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, সোহরাওয়ার্দী উদ্যানে দিনব্যাপী এই মেলার উদ্বোধন করবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, একাত্তরের বীর যোদ্ধাদের অবদানকে স্মরণীয় করে রাখতে বাংলা বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশের মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্রবাহিনীর সদস্য, সন্তান ও প্রজন্মের যৌথ মিলন মেলার উদ্যোগ নেয়া হয়েছে।
ভারতীয় মিত্রবাহিনীর সদস্য, সন্তান ও প্রজন্ম; মহান মুক্তিযুদ্ধে অবদান রাখা শিল্পী, সাহিত্যিক ও সাংবাদিক; মুক্তিযুদ্ধে ১১টি সেক্টরের বীর মুক্তিযোদ্ধা ও বর্তমান সরকারের মন্ত্ৰীবর্গ; সাবেক ও বর্তমান সংসদ সদস্যবৃন্দ এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক নেতারা অনুষ্ঠানে অংশ নেবেন।
অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করবেন আগরতলা মামলার আসামি ও তাদের পরিবারের সদস্যরা এবং ১৯৭০-এর নির্বাচিত গণপরিষদ সদস্যবৃন্দ ও পরিবারের সদস্যরা। এছাড়া মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর সদস্যরা তাদের যুদ্ধদিনের অভিজ্ঞতা বিনিময় করবেন।